শিরোনাম
রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

কেমন হলো বিশ্বকাপের গ্রুপিং

ক্রীড়া প্রতিবেদক

কেমন হলো বিশ্বকাপের গ্রুপিং

গোলাম সারওয়ার টিপু

কাতার বিশ্বকাপের গ্রুপ নির্ধারণ হয়ে গেল। কেমন হলো আট গ্রুপ? কার কতটুকু সম্ভাবনা তা নিয়ে সাবেক কোচ ও ফুটবল বিশেষজ্ঞ গোলাম সারোয়ার টিপু গ্রুপিং নিয়ে মন্তব্য করেন। তিনি জানান, বিশ্বকাপ জেতা দলগুলো গ্রুপ পর্ব টপকে নকআউট পর্বে খেলবে। দুই জনপ্রিয় দল নেইমারের ব্রাজিল ও লিওনেল মেসির আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এখন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছিল সেলেকাওরা। এবার নেইমাররা গ্রুপ পর্বে খেলবে ১৪ নম্বর র‌্যাঙ্কিংয়ের সুইজারল্যান্ড, ২৫ নম্বর র‌্যাঙ্কিংয়ের সার্বিয়া ও ৩৭ নম্বর র‌্যাঙ্কিংেয়ের ক্যামেরুনের বিপক্ষে। ‘জি’ গ্রুপ থেকে ব্রাজিলের পরের রাউন্ডে যাওয়া কষ্টকর হবে না বলেন টিপু, ‘সার্বিয়া, সুইজারল্যান্ড গত কয়েক আসরে ভালো খেলছে। ক্যামেরুনের খেলায় ইউরোপ ও ল্যাটিন ফুটবলের মিশেল রয়েছে। প্রতিপক্ষ হিসেবে এরা শক্তিশালী। তারপরও তিতের দল ব্রাজিল নকআউট পর্বে (সেরা ১৬) খেলবে বলে মনে করি। ব্রাজিল কোয়ার্টার ফাইনাল খেলবে।’

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। ছন্দোময় ফুটবল খেলছেন মেসিরা। গ্রুপ পর্বে মেসিদের প্রতিপক্ষ ৯ র‌্যাঙ্কিংয়ের মেক্সিকো, ২৬ র‌্যাঙ্কিংয়ের পোল্যান্ড ও ৪৯ র‌্যাঙ্কিংয়ের সৌদি আরব। এই গ্রুপ থেকে সহজেই নকআউট পর্বে খেলবেন মেসিরা, তেমনটাই বলেন বাংলাদেশের সাবেক কোচ, ‘গ্রুপ থেকে আর্জেন্টিনার নকআউট পর্বে খেলা কঠিন হবে না। দলটি ছন্দে রয়েছে। কোপা আমেরিকা কাপ চ্যাম্পিয়ন। শুধু নকআউট পর্ব কেন, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া উচিত মেসিদের।’ লটারিতে দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি একই গ্রুপের। বাকি দল দুটি জাপান ও কোস্টারিকা/ নিউজিল্যান্ড জয়ী দল। গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডের গ্রুপ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র্র, ইরান এবং ওয়েলস, ইউক্রেন ও স্কটল্যান্ডের জয়ী দল।

কোন দল চ্যাম্পিয়ন হবে, কিংবা সেমিফাইনালে খেলবে, এ বিষয়ে টিপু বলেন, ‘নভেম্বরে খেলা। এখনই বলার সময় আসেনি। যত সময় যাবে, দলগুলো নিজেদের গুছিয়ে নিবে। কোন দলগুলো সেমিফাইনালে খেলবে এখনই বলা যাবে না। ইতালি ইউরো চ্যাম্পিয়ন। অনেক ম্যাচে অপরাজিত ছিল। কিন্তু এবার বিশ্বকাপে সুযোগই পায়নি। জার্মানি গতবার প্রথম রাউন্ডের বেড়া টপকাতে পারেনি। সুতরাং বলা কঠিন, কোন দল চ্যাম্পিয়ন হবে, কারা সেমিফাইনাল খেলবে।’    

এবারের বিশ্বকাপে তারকা ফুটবলারের ছড়াছড়ি থাকলেও সবার নজর থাকবে মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, রবার্তো লেবানডোভস্কির দিকে। গোলাম সারোয়ার টিপু বলেন, ‘মেসি ছন্দে রয়েছেন। কিন্তু মনে রাখতে হবে বয়স একটা ফ্যাক্টর। সুতরাং মেসিকে এবার কঠিন লড়াইয়ে পড়তে হবে। নেইমার গত এক বছর ধরে ইনজুরির সঙ্গে লড়াই করছেন। খুব ভালো শেপে নেই সে। তবে ব্রাজিলের ভিনিসিয়াস দারুণ খেলছেন। বয়স হওয়াতে রোনালদোর আগের সেই স্পিড নেই। তারপরও সে-ই পর্তুগালের ভরসা।’           

সর্বশেষ খবর