রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

হকির প্রথম বিভাগ লিগ গেল কোথায়?

ক্রীড়া প্রতিবেদক

কিছুটা হলেও হকিতে স্বস্তির হাওয়া বইছে। এএইচএফ কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগেও এই টুর্নামেন্টে তিনবার চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে জায়গা করে নিয়েছিল। তবে করোনাভাইরাসে দেশের হকি স্থবির হয়ে পড়েছিল। আন্তর্জাতিক ম্যাচ তো দূরের কথা ঘরোয়া আসরেও দেখা মেলেনি। প্রায় তিন বছর পর প্রিমিয়ার লিগ শুধু মাঠে গড়ায়। ফেডারেশনের কর্মকর্তাদের মন্তব্য ছিল এবার থেকে লিগ নিয়মিত হবে। এপ্রিল মাস শুরু হয়েছে। প্রিমিয়ার, প্রথম বিভাগ কিংবা দ্বিতীয় বিভাগ নিয়ে নেই কোনো আলোচনা। তার আগে লড়তে হবে এশিয়ান গেমসে বাছাইপর্ব।

এশিয়া কাপও আছে। আগস্টে আবার এশিয়ান গেমসের ব্যস্ততা।

হয়তো এরপরই প্রিমিয়ার লিগের শিডিউল আসবে।

কিন্তু প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ লিগের কী হবে? ঘরোয়া হকি মানে তো শুধু প্রিমিয়ার লিগ নয়। অন্য আসরও তো আছে।

ফেডারেশন কচ্ছপ গতিতে এগুলে পূরিপূর্ণ মৌসুম শেষ করা কী সম্ভব। তা ছাড়া ঢাকা বাইরে হকি নেই বললেই চলে। এখানে কী কর্মকর্তাদের কোনো দায়িত্ব নেই।

সর্বশেষ খবর