শিরোনাম
মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

আবাহনী-মোহামেডান ক্রিকেট যুদ্ধ আজ

ক্রীড়া প্রতিবেদক

আবাহনী-মোহামেডান ক্রিকেট যুদ্ধ আজ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দুই জনপ্রিয় ক্লাব আবাহনী ও মোহামেডান। ফুটবল, ক্রিকেট, হকি কিংবা অন্য যে কোনো খেলায় দুই দলের অংশগ্রহণ নিয়ে এক সময় বিভাজনের তৈরি হতো ক্রীড়াপ্রেমীদের মধ্যে। এখন সেই আবেদন নেই দুই দল নিয়ে। তারপরও দেশের ক্রীড়াঙ্গনে দুই দলের খেলা মানেই আলাদা উত্তাপ। আজ দুই জনপ্রিয় ক্লাব ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মুখোমুখি হচ্ছে। জাতীয় দলের পাঁচ ক্রিকেটার- সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদকে নিয়ে শক্তিশালী দল গঠন করেছে মোহামেডান। ৬ ম্যাচ শেষ। তিনটিতে জিতেছে ঐতিহ্যবাহী দলটি। কিন্তু সার্ভিস পাচ্ছে একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদের। সাকিব মার্কিন যুক্তরাষ্ট্র্রে। টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন মিরাজ ও মুশফিক। কাঁধের ব্যথা নিয়ে আজ ঢাকায় ফিরছেন তাসকিন। আবাহনী ৬ ম্যাচে ৪ ম্যাচে জিতেছে এবং হেরেছে ২টি।

মোহামেডানকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের আরেক অলরাউন্ডার শুভাগত হোম এবং আবাহনীর নেতৃত্বে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

সর্বশেষ খবর