বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মর্যাদার লড়াইয়ে আবাহনীর জয়

সুপারলিগ অনিশ্চিত মোহামেডানের
প্রাইম ব্যাংককে হারাল শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

মর্যাদার লড়াইয়ে আবাহনীর জয়

ফুটবলে মোহামেডানের দুর্দিন কাটছে না। ক্রিকেটে বেহাল দশা। ২০০৯-১০ মৌসুমে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নের পর ঐতিহ্যবাহী দলটির কোনো সাফল্য নেই। এবার হারানো গৌরব উদ্ধারে ক্রিকেটে সেরা দল গড়ে তারা। দলবদলের অনেক আগেই সাকিব মুশফিক, মাহমুদুল্লাহ, তাসকিন ও মিরাজের মতো দেশখ্যাত ক্রিকেটারকে নিশ্চিত করে। সমর্থকদের আশা ছিল এক যুগ পর সাদা-কালোরা বিজয়ের পতাকা উড়াবে। অথচ শিরোপার বদলে মোহামেডানের সুপার লিগে ওঠা অনশ্চিত হয়ে পড়েছে। তবে মুশফিক, তাসকিন ও মিরাজ এখনো দলের হয়ে মাঠে নামতে পারেননি।

গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডান হেরে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে, তাও আবার শোচনীয়ভাবে ৬ উইকেটে। প্রথম ব্যাট করতে নেমে ২৫৫ রানে থেমে যায় ঐতিহ্যবাহী দলটির ইনিংস। এক সময় মনে হচ্ছিল মোহামেডান ৩০০ ছাড়িয়ে যাবে। পাকিস্তানি মোহাম্মদ হাফিজ ও রুবেল মিয়া তৃতীয় উইকেট জুটিতে ১১৫ রান গড়ে দেন। তা কাজে লাগাতে পারেনি পরবর্তী ব্যাটাররা। শেষ ১৫ ওভারে ৮ উইকেট হাতে থাকার পরও মিডল ও লেট অর্ডাররা তুলেছেন মাত্র ৯৫ রান। অভিজ্ঞ মাহমুদুল্লাহর ৩১ বলে ৪২ ছাড়া প্রয়োজনের সময় কেউ আর জ্বলে উঠতে পারেননি। ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মোহাম্মদ নাঈম শেখের উইকেট হারায় আবাহনী। তিনি কোনো রানই করতে পারেননি। শেষ পর্যন্ত হাতে ৬ উইকেট রেখেই আবাহনী জিতে যায়।

মুনিম শাহরিয়ার করেন ২৫ বলে ৩১ রান। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া ভারতীয় রিক্রুট হনুমা বিহারী ৮০ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। জাকের আলী নায়েককে নিয়ে ৯৮ রানের অসাধারণ জুটিও গড়েন। দুজনা সাজঘরে চলে গেলে ম্যাচ মোহামেডানের নিয়ন্ত্রণে চলে আসে। আফিফ হোসেন ধ্রুব ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন দুর্দান্ত ব্যাটিং করে দলকে জয় এনে দেন। ৬০ বলে ৬৪ রান তোলা একেবারে সহজ না হলেও মোহামেডানের দুর্বল বোলিংয়ে ম্যাচ হেরে যায়। ৭ ম্যাচে আবাহনীয় ১০ অন্যদিকে মোহামেডানের ৬। সুপার লিগে উঠতে হলে তাদের বাকি তিন ম্যাচ জিততেই হবে।

অন্যদিকে ইউল্যাব মাঠে শীর্ষে থাকা প্রাইম ব্যাংককে হারিয়ে শেখ জামাল ধানমন্ডি শীর্ষে উঠে এসেছে। দুই দলই ১২ পয়েন্ট সংগ্রহ করেছে।

সর্বশেষ খবর