বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরার সামনে অজেয় শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

এক সময়ে লিগে প্রথমপর্বে শেষ লড়াই মানে আবাহনী-মোহামেডানের দেখা। কেননা দুই ক্লাবের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা অনেকটা নির্ধারিত ছিল। সেই দৃশ্য বদলে গেছে। ঢাকা আবাহনী থাকলেও শিরোপা লড়াই থেকে দীর্ঘদিন বাইরে রয়েছে মোহামেডান। গেল পেশাদার লিগে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন ও শেখ জামাল ধানমন্ডি রানার্সআপ হওয়ার সুবাদে আজ প্রথম পর্বের শেষ ম্যাচে লড়বে। আবাহনীও আজ মাঠে নামবে। তবে তাদের প্রতিপক্ষ নিচের সারির উত্তর বারিধারা। তিন জায়ান্ট দল চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে লড়ছে। বড় কোনো অঘটন না ঘটলে শেষ পর্যন্ত তারাই রেসে টিকে থাকবে।

আজ বসুন্ধরা কিংস অ্যারিনায় ফুটবলে উত্তাপ ছড়াবে। বিকাল সাড়ে ৩টায় কিংস ও শেখ জামাল হাইভোল্টেজ ম্যাচে লড়বে। শিরোপার পথে হাঁটতে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রবসন রবিনহোর নেতৃত্ব দেওয়া কিংস। অন্যদিকে সুলেমানের শেখ জামাল ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে। ১৯ পয়েন্টে ঢাকা আবাহনী তিনে। শক্তির বিচারে আজকের ম্যাচে ফেবারিট বসুন্ধরা। তারপরও তারা বড় চ্যালেঞ্জের মধ্যে আছে। বসুন্ধরা প্রথম ম্যাচে হারলেও শেখ জামাল টানা ১০ ম্যাচে অপরাজিত। রবসন, জনিরা পারবেন কী প্রতিপক্ষের হার না মানার রেকর্ড ভাঙতে।

কিংস জিতলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্ব শুরু করতে পারবে। শেখ জামাল জিতলেও তারা শীর্ষে উঠবে না। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকবে। তারপরও পয়েন্টের ব্যবধান কমানোটা শিরোপার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিংস ফেবারিট কিন্তু শেখ জামালও কম যায় না। এ ম্যাচে উত্তাপ ছড়াবেই।

সর্বশেষ খবর