শিরোনাম
শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শেষ বিকালের রোমাঞ্চে ম্যাচে ফেরা

পোর্ট এলিজাবেথ টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

শেষ বিকালের রোমাঞ্চে ম্যাচে ফেরা

ডারবান টেস্টের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। জানিয়েছিলেন নিরপেক্ষ আম্পায়ারিংয়ের। পোর্ট এলিজাবেথে আম্পায়ারিং করছেন দুই স্বাগতিক আম্পায়ার মারাইস এরাসমুস ও আলাহুদিয়েন পালেকার। গোটা দিনে দুই আম্পায়ার খুব বড় ভুল না করলেও একেবারে নিরপেক্ষ ছিলেন না। দিনের শুরুতে ইবাদতের ওভারে নিশ্চিত লেগ বিফোর ছিলেন সারেল আরউই। কিন্তু আম্পায়ার সাড়া দেননি আবেদনে। ডারবানে কয়েকটি রিভিউ নষ্ট হয়েছিল টাইগারদের। তাই আত্মবিশ্বাসের অভাবে দিনের শুরুতে রিভিউ নেননি টাইগার অধিনায়ক মুমিনুল। অথচ হকস আইয়ে পরিষ্কার দেখা গেছে আরউই আউট ছিলেন। গতকাল অবশ্য রিভিউ নিয়ে সাফল্য এসেছে। ৫১ নম্বর ওভারে তাইজুলের বলে শুরুতে আম্পায়ার সাড়া দেননি। তাইজুলের আগ্রহে রিভিউ নেন মুমিনুল এবং লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন কেভিন কিগান। টেস্টের প্রথম দিন রিভিউ নিয়ে সাফল্য পায় বাংলাদেশ। বৃষ্টিতে ২৪ মিনিট খেলা বন্ধ থাকলেও পুরো ৯০ ওভার খেলা হয়েছে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ডিন এলগারের ৭০, কেভিন পিটারসেনের ৬৪ ও টেম্বা বাভুমার ৬৪ রানে ভর করে ৫ উইকেটে ২৭৮ রান। সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া তাইজুল ইসলাম ৭৭ রানে ৩টি ও খালেদ আহমেদ ৫৯ রানে নেন ২ উইকেট।     

দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে টাইগাররা টেস্ট খেলেছে ব্লোমফন্টেইন, ইস্ট লন্ডন, পচেফস্ট্রোম, সেঞ্চুরিয়ানে। এই প্রথম খেলছে মূল ভেন্যু ডারবান, পোর্ট এলিজাবেথে। পোর্ট এলিজাবেথ আবার দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক টেস্ট ভেন্যু। এখানেই টেস্ট অভিষেক হয় আফ্রিকার। ১৮৮৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল আফ্রিকার। অভিষেক টেস্ট স্বাগতিকরা হেরেছিল ৮ উইকেটে। তবে ওই ম্যাচে ইংলিশ বাঁ-হাতি স্পিনার জন গ্রিগস নতুন বলে শুরু করেছিলেন। দুই ইনিংসে উইকেট নিয়েছিলেন ৬টি। ওই টেস্টের পর গত ১৩৩ বছরে পোর্ট এলিজাবেথে আর কোনো স্পিনার নতুন বলে ওপেন করেননি। ৩০ টেস্ট পর মেহেদী হাসান মিরাজ পুনরায় নতুন বলে ওপেন করেন। টস হেরে ফিল্ডিং করতে নেমে বোলিং করেন সৈয়দ খালেদ আহমেদ। ইনিংসের দ্বিতীয় ওভার করেন মিরাজ। যদিও এক ওভারের বেশি করেননি। ঘরের মাটিতে স্পিন দিয়ে বোলিং আক্রমণ করানোর রেকর্ড রয়েছে বাংলাদেশের। দেশের বাইরে টাইগারদের স্পিন দিয়ে বোলিং আক্রমণ ২০১৮ সালের পর এই প্রথম। চার বছর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে আবু জায়েদ রাহী ও সাকিব আল হাসান বোলিং শুরু করেছিলেন। পোর্ট এলিজাবেথে ১৩৩ বছর পর হলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বশেষ স্পিন দিয়ে বোলিং আক্রমণের ঘটনা ঘটেছিল ১৯৩৫ সালে। অস্ট্রেলিয়ার লেগ স্পিনার বিল ও’রেইলি করেছিলেন দ্বিতীয় ওভার।

ডারবানে পৌনে চার দিন সমান তালে লড়াই করেছে মুমিনুল বাহিনী। চতুর্থ দিনের শেষ এক ঘণ্টা এবং পঞ্চম দিনের প্রথম এক ঘণ্টায় কেশব মহারাজ ও সাইমর হার্মারের ঘূর্ণিতে মাত্র ৫৩ রানে গুটিয়ে ২২০ রানে হেরে যায়। ওই টেস্টে সেঞ্চুরিম্যান মাহমুদুল হাসান জয়ের সঙ্গে নতুন বলে ভালো করতে পারেননি সাদমান ইসলাম। ডারবানের ছন্দহীন ব্যাটিংয়ের জন্য বাদ পড়েন পোর্ট এলিজাবেথ টেস্টে। তার জায়গায় ফেরেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তাসকিন আহমেদের কাঁধের ব্যথায় দেশে ফিরে আসেন। তার জায়গায় সুযোগ পান বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর

 দক্ষিণ আফ্রিকা, প্রথম ইনিংস : ২৭৮/৫, ৯০ ওভার (ডিন এলগার ৭০, সারেল আরউই ২৪, কিগান পিটারসেন ৮৪, টেম্বা বাভুমা ৬৭, রায়ান রিকেলটন ৪২); খালেদ আহমেদ ২/৫৯, মেহেদী মিরাজ ০/৫৮, ইবাদত হোসেন ০/৭৫, তাইজুল ইসলাম ৩/৭৭।

সর্বশেষ খবর