রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

জয়ে প্রথম পর্ব শেষ শেখ রাসেলের

শেখ রাসেল ২ : ১ স্বাধীনতা ক্রীড়া সংঘ

ক্রীড়া প্রতিবেদক

জয়ে প্রথম পর্ব শেষ শেখ রাসেলের

গতকাল গোলপোস্টের সামনে দুর্দান্ত পারফর্ম করেন শেখ রাসেলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা জয় পেয়েছি বেশ কয়েক ম্যাচ পর। আশা করি, সামনের ম্যাচগুলোতে জয়ের ধারা ধরে রাখতে পারব।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চলতি মৌসুমে প্রথম পর্ব জয় দিয়েই শেষ করল শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় হোম ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ২-১ গোলে হারিয়েছে জুলফিকার মাহমুদ মিন্টুর দল। এ জয়ে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এলো শেখ রাসেল। স্বাধীনতা ক্রীড়া সংঘ সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তলানিতেই রয়ে গেল।

গতকাল দারুণ একটা ম্যাচ খেলে শেখ রাসেল। টানা সাত ম্যাচ পর আধিপত্য বিস্তার করে খেলে তারা। আগের সাত ম্যাচের দুটিতে ড্র ও পাঁচটিতে হেরেছে শেখ রাসেল। গতকাল লিগের প্রথম পর্বটা জয় দিয়ে শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামে তারা। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ডিফেন্সে আক্রমণ করতে থাকে শেখ রাসেল। থিয়াগো ১১তম মিনিটে জোরাল শটে গোল করতে ব্যর্থ হলেও পরের মিনিটেই রহমত মিয়ার কর্নার কিকে বল পেয়ে ডি বক্সের ভিতর থেকে হেডে গোল করেন মানিক হোসেন মোল্লা। ২০তম মিনিটে ব্যবধান বাড়ায় শেখ রাসেল। স্বাধীনতা ক্রীড়া সংঘের জয়নাল ডি বক্সে মান্নাফ রাব্বিকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি মিজানুর রহমান। পেনাল্টি থেকে গোল করেন শেখ রাসেলের কিরগিজ ফুটবলার আইজার আকমাতভ।

এরপরও বেশ কয়েকটা গোলের সুযোগ পায় শেখ রাসেল। তবে গোলের ব্যবধান আর বাড়াতে পারেনি তারা। ম্যাচের শেষ দিকে পরাজয়ের ব্যবধান কমায় স্বাধীনতা ক্রীড়া সংঘ। যোগ করা সময়ে (৯০+২) ডি বক্সের অনেকটা বাইরে থেকে ফ্রি কিকে গোল করেন স্বাধীনতা ক্রীড়া সংঘের নদিরবেক। তিনি ৭৬তম মিনিটে ফ্রি কিকে আরও একবার বল জালে জড়িয়েছিলেন। তবে রেফারির নির্দেশের আগে শট নেওয়ায় তা বাতিল করে দেওয়া হয়। দ্বিতীয়ার্ধ্বে ৬৭ ও ৭৭ মিনিটে দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ডের ইশারায় মাঠ ছাড়তে হয় আকমাতভকে। শেখ রাসেল এরপর ১০ জনের দল নিয়েই লড়ে যায়। ম্যাচজুড়ে গতকাল গোলপোস্টের সামনে দুর্দান্ত পারফর্ম করেন শেখ রাসেলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। বেশ কয়েকটি গোল বাঁচিয়ে শেখ রাসেলের জয়ে বড় অবদান রাখেন তিনি। ম্যাচ শেষে রানা বলেন, ‘আমরা জয় পেয়েছি বেশ কয়েক ম্যাচ পর। আশা করি, সামনের ম্যাচগুলোতে জয়ের ধারা ধরে রাখতে পারব।’ তিনি আরও বলেন, ‘শেখ রাসেল নতুন কোচের (জুলফিকার মাহমুদ মিন্টু) অধীনে আগের চেয়ে অনেক গোছানো দল।

সর্বশেষ খবর