শিরোনাম
রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

৮ ম্যাচে ৫ হার মোহামেডানের

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের ব্যস্ততার জন্য নামানো যাবে না। তা জেনেও ঢাকা মোহামেডান সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারকে নিয়ে আলোড়ন তুলেছিল। ব্যস্ এই আলোড়নই সান্ত্বনা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট ইতিহাসে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে মোহামেডান। আট ম্যাচে ৫টি হেরে সুপার লিগে যাওয়ার পথ প্রায় বন্ধ হয়ে গেল।

গতকাল তারা হেরে গেছে রূপগঞ্জ টাইগার্সের কাছে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রূপগঞ্জ টাইগার্স জিতে যায় ৭ উইকেটে। লিগের উদ্বোধনী ম্যাচেও ঢাকা আবাহনীকে হারায় একই ব্যবধানে।

প্রথমে ব্যাট করতে নেমে ১৪৩ রানে গুটিয়ে যায় মোহামেডানের ইনিংস। পরে ৩ উইকেট হারিয়ে ৮২ বল আগেই জয়ের উৎসবে মেতে উঠে রূপগঞ্জ। ছোট টার্গেট তাড়া করতে নেমে প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে দুই ওপেনার মিজানুর রহমান (৯) ও জাকির হোসেন (২৪) সাজঘরে ফেরত যান। তৃতীয় উইকেট জুটিতে ৮৪ রান যোগ করে দলের জয় নিশ্চিত করেন আসিফ আহমেদ রাতুল ও ফজলে মাহমুদ রাব্বি। আসিফ ৯২ বলে ৪৮ রান করে আউট হলেও ফজলে রাব্বি ৩৯ রানে অপরাজিত থাকেন। এর আগে ২০০৪ সালে বাংলাদেশের প্রথম টেস্টের জয়ের নায়ক এনামুল হক জুনিয়ারের ঘূণিতে বিষে নীল হয়ে যায় মোহামেডানের ব্যাটিং লাইনআপ।

মোহামেডানের রিয়াদ ৪৮ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। আউট হওয়ার পর মেজাজ হারিয়ে ড্রেসিং রুমের দরজায় লাথি মারেন তিনি। ৪১ রানে ৫ উইকেট পান এনামুল।

সর্বশেষ খবর