রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ম্যানসিটি-লিভারপুলের শিরোপা লড়াই

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে অঘোষিত ফাইনালেই যেন মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। লিগের চলতি মৌসুমে ৩০টি করে ম্যাচ খেলে এক পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে ম্যানসিটি (৭৩ পয়েন্ট)। ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে লিভারপুর। আজ ম্যানসিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লিগের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। এ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করেই শিরোপা নির্ধারণ হতে পারে!

ম্যানসিটির বিপক্ষে আগের চার ম্যাচ জয়হীন লিভারপুল। এর মধ্যে দুটিতে হেরেছে অলরেডরা। ড্র করেছে দুটিতে। আজ কী অপেক্ষা করছে! ম্যানসিটি জিতলে চার পয়েন্টে এগিয়ে যাবে লিগে। লিভারপুল জিতলে গত অক্টোবরের পর প্রথমবারের মতো চলতি মৌসুমে লিগের শীর্ষে উঠে আসবে দুই পয়েন্টের ব্যবধানে।

এরপরও সাতটি ম্যাচ থাকবে দুই দলের হাতে। তবে আজকের ম্যাচে জয়-পরাজয় দিয়েই লিগ শিরোপা নির্ধারণ হতে পারে। ম্যানসিটি আজ জিতলে তাদের শিরোপার পথ অনেকটাই সহজ হয়ে যাবে। তাদের পরের ম্যাচগুলোতে কঠিন প্রতিপক্ষ নেই। লিভারপুলের সামনে ম্যানসিটি ম্যাচের পরও থাকবে ম্যানইউ, টটেনহ্যাম এবং এভারটনের মতো প্রতিপক্ষ।

সর্বশেষ খবর