ডারবানের ঘাসের উইকেটে বাংলাদেশের ব্যাটিং লাইনকে একাই ধসিয়ে দেন প্রোটিয়া বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ। তাকে সহায়তা করেন অফ স্পিনার সাইমন হার্মার। দুই স্পিনারের মায়াবী ঘূর্ণিতে বেসামাল হয়ে ডারবানে বড় ব্যবধানে হেরে যায় টাইগাররা। পোর্ট এলিজাবেথে দুই প্রোটিয়া স্পিনারকে সামলাতে টাইগার ব্যাটাররা অনুশীলনে বাড়তি সময় দেন। ড্রাইভ, হুক, পুল, কাট শটের পাশাপাশি সুইপ খেলেন বেশি বেশি।…