সোমবার, ১১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

অস্কারের সামনে রেকর্ডের হাতছানি

হ্যাটট্রিক শিরোপার হাতছানি বসুন্ধরার। তাও আবার ৭৫ বছরের লিগে নতুন ইতিহাস লিখে। শুধু বসুন্ধরা নয় ইতিহাস গড়তে পারেন কোচ অস্কার ব্রুজোনও। ওয়ান্ডারার্স, আবাহনী ও মোহামেডান এর আগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেও তা এক কোচের অধীনে নয়।

ক্রীড়া প্রতিবেদক

অস্কারের সামনে রেকর্ডের হাতছানি

অস্কার ব্রুজোন

পেশাদার ফুটবল লিগের প্রথম পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় পর্বের শিডিউল এখনো ঘোষণা হয়নি। অবশ্য সেকেন্ড উইন্ডোর দলবদলের তারিখ নির্ধারণ হয়ে গেছে। বেশ কিছু ক্লাবে পরিবর্তন আসবে তা নিশ্চিত। এর মধ্যে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়াচক্র অন্যতম। ১২ ক্লাবের ১১টি করে ম্যাচ শেষ হয়েছে। কে চ্যাম্পিয়ন হবে বলা মুশকিল। তবে বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যে লড়াই সীমাবদ্ধ থাকবে তা প্রথম পর্বেই পরিষ্কার হয়ে গেছে। অভিষেকের প্রথম দুই আসরে লিগ চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ফুটবলে নতুন ইতিহাস গড়েছে কিংস। এবার আরেক ইতিহাসের হাতছানি। হ্যাটট্রিক শিরোপা। ঘরোয়া ফুটবলে একমাত্র কিংস ছাড়া অন্য ক্লাবের অভিষেকে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড নেই। সেক্ষেত্রে হ্যাটট্রিক শিরোপার প্রশ্নই ওঠে না। বসুন্ধরা কিংসই সেই স্বপ্ন পূরণের কাছাকাছি। ইতিহাস গড়তে পারেন কোচ অস্কার ব্রুজোনও।

 

তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে ঢাকা ওয়ান্ডারার্স প্রথম হ্যাটট্রিকসহ টানা চারবার চ্যাম্পিয়ন হয়। স্বাধীনতার পর ঢাকা আবাহনী ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫ সালে টানা তিন অর্থাৎ হ্যাটট্রিক শিরোপা জেতে। পরবর্তীতে মোহামেডান ১৯৮৬, ১৯৮৭, ১৯৮৮-৮৯ সালে অপরাজিত হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়। আবাহনী অবশ্য পেশাদার লিগেও হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে।

এবার হ্যাটট্রিক শিরোপার হাতছানি বসুন্ধরার। তাও আবার ৭৫ বছরের লিগে নতুন ইতিহাস লিখে। শুধু বসুন্ধরা নয় ইতিহাস গড়তে পারেন কোচ অস্কার ব্রুজোনও। ওয়ান্ডারার্স, আবাহনী ও মোহামেডান এর আগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেও তা এক কোচের অধীনে নয়। আবদুর রহিম, আলী ইমাম ও কাজী সালাউদ্দিন আবাহনী, অন্য দিকে আলী ইমাম ও নাসের হেজাজির প্রশিক্ষণে  মোহামেডান হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়। পেশাদার লিগে তিন কোচের অধীনে আবাহনী টানা তিনবার শিরোপার হাসি হাসে।

অস্কার হতে পারেন সেই নায়ক। পেশাদার লিগে শুরু থেকেই স্প্যানিশ কোচ কিংসের দায়িত্ব পালন করছেন। এনে দিয়েছেন টানা দুই লিগ, দুই ফেডারেশন কাপ  ও এক স্বাধীনতা কাপ শিরোপা। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্কারের বসুন্ধরা। ঢাকা আবাহনী চার ও শেখ জামালের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে তারা। আসল লড়াই হবে দ্বিতীয় পর্বে। ইতিহাস গড়ার অপেক্ষায় কিংস, অপেক্ষা অস্কারের।

সর্বশেষ খবর