সোমবার, ১১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

হকি ক্যাম্পে ডাক পেলেন ৩৬ খেলোয়াড়

ক্রীড়া প্রতিবেদক

দুই টুর্নামেন্টে দল গঠনের জন্য জাতীয় হকি ক্যাম্পে ৩৬ জন খেলোয়াড়কে ডাকা হয়েছে। গতকাল ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার ডাক পাওয়া খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। আগামী ৬-১৫ মে পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের বাছাইপর্ব। ১৯৭৮ সাল থেকে অংশ নেওয়া এশিয়ান গেমসে এবারই প্রথম বাংলাদেশ বাছাইপর্বে খেলবে। এরপর ২৩ মে থেকে ১ জুন ইন্দোনেশিয়ায় বসবে এশিয়া কাপ হকি। এএইচ কাপে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ এশিয়া কাপে সুযোগ পেয়েছে। গতকাল বিমান বাহিনীর ফ্যালকন হলে এএইচ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশের খেলোয়াড়দের সংবর্ধনাও দেওয়া হয়। বিমান বাহিনী প্রধান বাহফের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। স্পন্সর প্রতিষ্ঠান দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান (অব.) গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আবু জাফর চৌধুরী বিশেষ অতিথি ছিলেন।

সর্বশেষ খবর