বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

লড়াই যখন হেভিওয়েট দুই কোচের

লড়াই যখন হেভিওয়েট দুই কোচের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। অ্যাটলেটিকোর মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়। প্রথম লেগে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ১-০ গোলে জয় পেয়েছিল ম্যানসিটি। দ্বিতীয় লেগে ড্র করলেই সেমিফাইনাল খেলবে পেপ গার্ডিওলার দল। অন্যদিকে ২-০ গোলে জিতলে সেমিফাইনাল খেলবে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো।

 

তারকাদের লড়াই

অতীত পরিসংখ্যান অ্যাটলেটিকোর পক্ষে থাকলেও বর্তমান ম্যানসিটিকেই ফেবারিট করে তুলেছে। দলটিতে দুর্দান্ত সব ফুটবলার রয়েছেন। বিশেষ করে বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইন, ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস, ইংল্যান্ডের স্টারলিং ও ফিল ফোডেন, আলজেরিয়ার রিয়াদ মাহরিজ, পর্তুগালের বার্নার্ডো সিলভা। বর্তমান ফুটবলে একেকজন সেরাদের মধ্যে আছেন। অ্যাটলেটিকো মাদ্রিদেও তারকার কমতি নেই। উরুগুয়ের লুইস সুয়ারেজ, ফ্রান্সের আঁতোয়ান গ্রিজমানরা আছেন এই দলে। গত ম্যাচে ম্যানসিটি কঠিন পরীক্ষা দিয়েছে লিভারপুলের বিপক্ষে। ২-২ গোলে ড্র করলেও পেপ গার্ডিওলার দল দারুণ একটা ম্যাচ উপহার দিয়েছেন সমর্থকদের। অন্যদিকে আগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ মায়োর্কার কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে। তবে লিগ ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ বিশ্লেষণ করা কঠিনই হবে। দিয়েগো সিমিওনে ও পেপ গার্ডিওলা আজ কী কৌশল আঁটেন তাই দেখার বিষয়!

গার্ডিওলা নাকি সিমিওনে?

অ্যাটলেটিকো-ম্যানসিটি লড়াই মূলত দুই হেভিওয়েট কোচের লড়াই। পেপ গার্ডিওলা ও দিয়েগো সিমিওনে। দুই কোচ আগেও বেশ কবার মুখোমুখি হয়েছেন। কখনো গার্ডিওলা কখনো সিমিওনে জিতেছেন। তবে অ্যাটলেটিকোর মাঠে শেষ ম্যাচে গার্ডিওলা পরাজিত হয়েছেন ১-০ গোলে। ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্নের কোচ হিসেবে সিমিওনের অ্যাটলেটিকোর কাছে হেরেছিলেন গার্ডিওলা। অ্যাটলেটিকোর মাঠে গার্ডিওলার অধীন দল ছয় ম্যাচ খেলে তিন ম্যাচ জিতেছে ও তিন ম্যাচ হেরেছে। এবার কী হতে যাচ্ছে! প্রথম লেগে জয়ের আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামলেও ব্যবধান এতটাই কম, নিশ্চিন্ত থাকতে পারছে না ম্যানসিটি। তাছাড়া অ্যাটলেটিকোর অতীত রেকর্ডও বিপদের বার্তাই দিচ্ছে। প্রথম লেগে হেরেও পরের লেগে জিতে সামনে এগিয়ে যাওয়ার রেকর্ড আছে অ্যাটলেটিকোর। ২০১৫-১৬ মৌসুমে বার্সেলোনার কাছে প্রথম লেগে ২-১ গোলে হেরে দ্বিতীয় লেগে ২-০ ব্যবধানে জিতে সেমিফাইনাল খেলে অ্যাটলেটিকো। ২০১৪-১৫ মৌসুমে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে হেরে দ্বিতীয় লেগে একই ব্যবধানে জিতে অ্যাটলেটিকো। পরবর্তীতে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল খেলে দিয়েগো সিমিওনের দল।

 

ভয়ংকর লিভারপুলের মাঠে অতিথি বেনফিকা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ মুখোমুখি হচ্ছে পর্তুগিজ ক্লাব বেনফিকা ও ইংলিশ ক্লাব লিভারপুল। প্রথম লেগে লিভারপুল প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জয় পেয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে। আজ নিজেদের মাঠ এনফিল্ডে ড্র করলেই চলবে জার্গেন ক্লপের শিষ্যদের। অন্যদিকে সেমিফাইনাল খেলতে হলে বেনফিকাকে জিততে হবে অন্তত ৩-০ গোলে। অলরেডদের বিপক্ষে এই ব্যবধানে জেতা অসাধ্য সাধন করার মতোই হবে বেনফিকার জন্য। লিভারপুল ২০১৮-১৯ মৌসুমের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করতে পারে। সেবার তারা ফাইনালে টটেনহ্যামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার কতদূর যাবে লিভারপুল?

সর্বশেষ খবর