বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

পেশাদার ফুটবলে নেপালের রেফারি আনার পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার লিগের অধিকাংশ ক্লাবের দাবি বিদেশি রেফারি আনার। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিদেশি রেফারি আনার পক্ষে। তবুও লোকালদের দিয়ে ম্যাচ পরিচালনা করা হচ্ছে। এ নিয়ে বিতর্কের শেষ নেই। পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে সমানে। লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীর কথা দেশিরাই মান সম্পন্ন বিদেশি রেফারির প্রয়োজন নেই। সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির ভিন্ন সুরে ফুটবলপ্রেমীরা অবাক। তবে দ্বিতীয় পর্বে বিদেশি রেফারির দেখা মিলতে পারে। লিগ কমিটি এ নিয়ে পরিষ্কার করে কিছু বলছে না। সালাউদ্দিন অর্থের কথা চিন্তা করে নেপাল থেকে রেফারি আনার কথা ভাবছেন। এ নিয়ে তিনি লিগ কমিটির সঙ্গে বৈঠকে বসবেন। ৯০ দশক পর্যন্ত ঘরোয়া ফুটবলে নিয়মিত বিদেশি রেফারি দেখা মিলত। থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে উড়ে আসত।

পেশাদার লিগে কখনো বিদেশির দেখা মেলেনি। দ্বিতীয় পর্বে তার অবসান ঘটতে পারে।

সর্বশেষ খবর