বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

হেরেও সেমিতে রিয়াল

ক্রীড়া ডেস্ক

হেরেও সেমিতে রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে এমন রোমাঞ্চকর ম্যাচের বহু ইতিহাস রয়েছে। এমনসব ইতিহাসের সাক্ষী রিয়াল মাদ্রিদ, চেলসিও। তারপরও পরশু রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ যেভাবে উজ্জীবিত ফুটবল খেলে থমকে দিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন চেলসিকে, সেটা অবিশ্বাস্য! রিয়াল মাদ্রিদ-চেলসির কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে কমতি ছিল না রোমাঞ্চ। পরতে পরতে ছড়িয়েছিল উত্তেজনা। টান টান উত্তেজনার ম্যাচে এক পর্যায়ে ০-৩ গোলে পিছিয়েছিল রিয়াল মাদ্রিদ। যদিও ম্যাচটি জিততে পারেনি রিয়াল। হেরেছে ৩-২ গোলে। কিন্তু প্রথম লেগে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৩-১ গোলে জয় পাওয়ার সুবিধায় চ্যাম্পিয়ন্স লিগের ১৩ বারের চ্যাম্পিয়নরা জায়গা করে নেয় সেমিফাইনালে। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামীতায় সেরা চারে জায়গা নেয় রিয়াল। শিরোপা ধরে রাখতে জিততেই হবে এবং ব্যবধান হতে হবে ২ গোলের-এমন সমীকরণের ম্যাচে টুখেলের দল ৩-০ গোলে এগিয়ে যায় ম্যাচে ১৫ মিনিটে ওয়ার্নার, ৫১ মিনিটে ম্যাসন মাউন্ট ও ৭৫ মিনিটে ওয়ার্নারের গোলে। ৮০ মিনিটে রদ্রিগো গোল করলে ব্যবধান ৩-১ হয়। দুই দলের গোল ব্যবধান তখন ৩-৩ হয়। তখনই অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। ৯৬ মিনিটে চুলচেরা পাসে বহু আকাক্সিক্ষত গোলটি করেন বেনজেমা। এই গোলেই সেমিফাইনাল নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের। গতবার চেলসির কাছে হেরেই রিয়ালকে বিদায় নিতে হয়েছিল সেমি ফাইনাল থেকে। সেমিতে রিয়ালের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি বা অ্যাথলেটিকো মাদ্রিদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর