বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

আমি অধিনায়ক, সিদ্ধান্ত আমিই নিই : মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক

আমি অধিনায়ক, সিদ্ধান্ত আমিই নিই : মুমিনুল

সমৃদ্ধ পরিসংখ্যান। রান ৩৫১৪। গড় প্রায় ৪০(৩৯.৪১)। দেশের ক্রিকেটারদের মধ্যে সেঞ্চুরি সবচেয়ে বেশি ১১টি। মুমিনুল হক বাংলাদেশের টেস্ট অধিনায়ক। দেশের সফল ব্যাটার এখন ছন্দহীন। দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের সঙ্গে পুরোপুরি ব্যর্থ ছিলেন টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুলও। ডারবানে ২২০ রান এবং পোর্ট এলিজাবেথে ৩৩২ রানের আকাশসমান ব্যবধানে হেরেছে টাইগাররা। মুমিুনলের ব্যাট থেকে বেরিয়েছে ০, ২, ৬ ও ৫ রান। দলের সঙ্গে তার ব্যাটিং ব্যর্থতায় চরমভাবে সমালোচিত হচ্ছেন অধিনায়ক মুমিনুল। দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টে বিধ্বস্ত হয়ে গতকাল ঢাকায় ফিরেছেন মুমিনুলরা। মিডিয়ার মুখোমুখিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন টাইগার অধিনায়ক। জানিয়েছেন অধিনায়ক বলে নিজেই সব সিদ্ধান্ত নেন, ‘যেহেতু আমি দলের অধিনায়ক, সিদ্ধান্ত আমিই নিই। কেউ আমাকে জোর করে না, ওই ক্ষমতাটুকু আমার আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে বোলিং নিয়ে হেরেছি বলে এই কথাটা এসেছে।’

দলের দুই কোচ দক্ষিণ আফ্রিকার। হেড কোচ রাসেল ডমিঙ্গো এবং পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। আফ্রিকার কন্ডিশন সম্পর্কে দুজনের চেয়ে বেশি কারও জানার কথা নয়। অথচ মুমিনুল দুজনের উপদেশকে কানেই নেননি ডারবান ও পোর্ট এলিজাবেথ টেস্টে। দুই কোচ বলেছিলেন, আগে ব্যাটিং নিতে। মুমিনুল দলের দুই সিনিয়র সতীর্থের পরামর্শে ফিল্ডিং নেন। যার ফলে দুই টেস্টের চতুর্থ ইনিংসে ছিল চরম বিপর্যয়। ডারবানে মাত্র ১৯ ওভারে ৫৩ রান এবং পোর্ট এলিজাবেথে ২৩.৩ ওভারে ৮০ রানে গুটিয়ে যায়। টানা দুই টেস্টের চতুর্থ ইনিংসে শয়ের নিচে আউট হওয়ার চরম লজ্জায় ডুবেছে টাইগাররা। হতাশাজনক পারফরম্যান্সের পর দেশে ফিরে আশার বাণী শুনিয়েছেন টাইগার টেস্ট অধিনায়ক, ‘এলার্মিং না (দুবার ১০০-এর নিচে অল-আউট হওয়া)। এটা আমার অবজারভেশন। এমনটা এর আগে অনেকবারই হয়েছে। বাংলাদেশের মাটিতেও হয়েছে। আপনাদের হয়তো প্রত্যাশা বেশি ছিল। অনেকেই মনে করছেন একটা টেস্ট জিতে আমরা হয়তো বিশ্বের এক বা দুই নম্বর দল হয়ে গেছি। ওয়ানডেতে তো আমরা অনেক স্ট্যাবল দল, টেস্টে নয়। সেটাও আমাদের বুঝতে হবে। নড়বড়ের কিছুই হয়নি।’ গত ২২ বছরে সব মিলিয়ে ১৩ বার শয়ের নিচে অলআউট হয়েছে বাংলাদেশ। 

সর্বশেষ খবর