বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বায়ার্নকে বিদায় করল ভিলারিয়াল

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এর আগে একবার মাত্র খেলেছিল ভিলারিয়াল। এবার দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি। এজন্য কঠিন পথ পাড়ি দিতে হয়েছে ভিলারিয়ালকে। প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে এগিয়েছিল স্প্যানিশ ক্লাবটি। সেমিফাইনালে খেলতে বায়ার্নকেই জিততেই হতো এবং দুই গোলের ব্যবধানে। এমন সমীকরণের ম্যাচটিতে ভিলারিয়াল ও বায়ার্ন কেউই জিতেনি। ড্র হয়েছে ১-১ গোলে। দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামীতায় সেমিফাইনালে উঠেছে স্প্যানিশ ক্লাব। সেমিতে দলটির প্রতিপক্ষ হবে লিভারপুল বা বেনফিকা। প্রথম লেগে ১-০ গোলের জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভিলারিয়াল অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখের। ম্যাচে স্বাগতিক বায়ার্নকে এগিয়ে দেন রবার্তো লেবানডোভস্কি। কিন্তু শেষ পর্যন্ত এই এগিয়ে থাকা কোনো কাজে লাগেনি বায়ার্নের। ৮৮তম মিনিটে ম্যাচে সমতা নিয়ে আসে ভিলারিয়াল এবং ১-১ গোলের এই ড্রয়ে ইতিহাস লিখে ভিলারিয়াল। এ নিয়ে গতবারের মতো এবারও কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছে জার্মান ফুটবল পরাশক্তি বায়ার্ন মিউনিখ।

 লেবানডোভস্কি চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ১০ ম্যাচে গোল করেছেন ১৩টি। সব আসর মিলিয়ে বায়ার্নের পোলিশ স্ট্রাইকারের গোল আসর মিলিয়ে ১০৬ ম্যাচে ৮৬টি। তার চেয়ে বেশি গোল লিওনেল মেসি (১২৫) ও ক্রিস্টিয়ানো রোনালদোর।

সর্বশেষ খবর