শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সিটির সামনে রিয়াল চ্যালেঞ্জ

ক্রীড়া ডেস্ক

সিটির সামনে রিয়াল চ্যালেঞ্জ

অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো গত বুধবার রণক্ষেত্রে পরিণত হয়েছিল অ্যাটলেটিকো-ম্যানসিটি ফুটবল ম্যাচ। ম্যাচ শেষে অ্যাটলেটিকোর সঙ্গে ড্র করে সেমিফাইনালে পৌঁছে গেলেও ম্যানসিটিকে কঠিন মূল্য দিতে হয়েছে। বড় ধরনের আঘাত নিয়ে মাঠ ছেড়েছেন দলের অন্যতম তারকা কেভিড ডি ব্রুইন। অন্যরাও ছোটখাটো আঘাতের চিহ্ন নিয়ে বাড়ি ফিরেছেন। তবে রণক্ষেত্র থেকে বিজয়ী (দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে জয়) হিসেবেই বাড়ি ফিরেছে ম্যানসিটি। সামনে এবার মাদ্রিদের জায়ান্ট ক্লাব। রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লস ব্ল্যাঙ্কোসদের মুখোমুখি হবে পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি।

রিয়াল মাদ্রিদ পেপ গার্ডিওলার খুব প্রিয় প্রতিপক্ষ। লাল লিগায় এই দলটার বিপক্ষে আটবার মুখোমুখি হয়েছেন তিনি বার্সেলোনার কোচ হিসেবে। ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত স্প্যানিশ লা লিগায় আটবার রিয়ালের মুখোমুখি হয়েছেন গার্ডিওলা। এ সময়ের মধ্যে তিনি আট ম্যাচে ছয়বারই জিতেছেন। একবার ড্র করেছেন ও একবার হেরেছেন। ম্যানসিটির কোচ হিসেবেও কী তিনি আধিপত্য দেখাতে পারবেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে?

২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল পেপ গার্ডিওলার ম্যানসিটি। সেবার দুই লেগেই ম্যানসিটি ২-১ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে ৪-২) হারিয়েছিল রিয়াল মাদ্রিদকে। সেই পরাজয়ের দুঃখ নিশ্চয়ই মনে আছে লস ব্ল্যাঙ্কোসদের! তবে বর্তমান ক্লাব ফুটবলে অন্যতম সেরা দল ম্যানসিটি। কেভিন ডি ব্রুইন, গ্যাব্রিয়েল জেসুস, স্টারলিং, রিয়াদ মাহরিজদের নিয়ে ভারসাম্যপূর্ণ এক দল গড়েছেন পেপ গার্ডিওলা। অন্যদিকে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলত্তির প্রধান অস্ত্র করিম বেনজেমা। একের পর এক গোল করে বুড়ো বয়সেও সবাইকে বিস্ময় উপহার দিয়ে চলেছেন এ ফরাসি তারকা। ম্যানসিটি-রিয়ালের লড়াইটা জমবে বেশ! সেমিফাইনালের প্রথম লেগ ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে ম্যানসিটির মাঠে। ৪ মে দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে রিয়ালের মাঠে।

চ্যাম্পিয়ন্স লিগের অপর সেমিফাইনালে মুখোমুখি হবে লিভারপুল ও ভিয়ারিয়াল। লিভারপুল গত বুধবার ৩-৩ গোলে ড্র করেছে পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে। তবে প্রথম লেগে ৩-১ ব্যবধানে জেতায় শেষ চার নিশ্চিত করেছে অলরেডরা।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের আগে আজ আরেক সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ম্যানসিটি-লিভারপুল। এফএ কাপে শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল। গত সপ্তাহে লিভারপুলের সঙ্গে লিগ ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল ম্যানসিটি। আজ ওয়েম্বলিতে কী অপেক্ষা করছে পেপ গার্ডিওলার দলের সামনে?

সর্বশেষ খবর