শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

এশিয়া কাপ আয়োজনে প্রস্তুত বাংলাদেশ!

ক্রীড়া প্রতিবেদক

অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা। বিপর্যস্ত দেশটির জনগণ। ঘোর সংকটে দেশটির ক্রীড়াঙ্গন। এরমাঝেই দেশটি মে মাসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় আসবে। জুনে ঘরের মাঠে আতিথেয়তা দেবে অস্ট্রেলিয়াকে। এরপর ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আয়োজন করবে এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এশিয়া কাপ নিয়ে এখন পর্যন্ত সূচি এমনই। তবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সিরিজ কিংবা এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে কোনোরকম মন্তব্য করেনি। নির্ধারিত সময়ে এশিয়া কাপ আয়োজন করতে চাইছে এসিসি। যদি অর্থনৈতিক সংকটে এশিয়া কাপ দ্বীপরাষ্ট্রে হতে না পারে, তাহলে বাংলাদেশ আয়োজনে প্রস্তুত, জানিয়েছেন বিসিবি সিইও, ‘এসিসি চাইছে শ্রীলঙ্কাতেই এশিয়া কাপ অনুষ্ঠিত হোক। যদি কোনো কারণে হতে না পারে, আমরা তখন ভাবব। আমরা সার্বক্ষণিকভাবে দেশটির ক্রিকেট বোর্ড ও এসিসির সঙ্গে যোগ রাখছি।’ ১৯৮৪ সাল থেকে হচ্ছে এশিয়া কাপ। ১৯৮৪, ১৯৯৭, ২০০৪ ও ২০১০ সালে এশিয়া কাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ আয়োজন করেছে ১৯৮৮, ২০০০, ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে।

সর্বশেষ খবর