শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

নির্ধারিত সময়েই শ্রীলঙ্কার সফর

ক্রীড়া প্রতিবেদক

ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে পার হচ্ছে শ্রীলঙ্কা। ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে দেশটিতে। অস্থিরতায় ভরপুর জনজীবন। এমন কঠিন পরিস্থিতিতে টালমাটাল দেশটির ক্রীড়াঙ্গন। তারপরও ঘোরতর সংকটের মাঝেই মে মাসে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলবে দ্বীপরাষ্ট্র। এখন পর্যন্ত সিদ্ধান্ত এমন রয়েছে বলেই জানিয়েছেন বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট দল নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসবে বলে আশা করছি। আমরা নিয়মিত দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি।’ ঈদুল ফিতরের পরপর দেশটির ঢাকায় আসার কথা। আগের সূচি অনুযায়ী সিরিজের টেস্ট দুটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও ঢাকায়। প্রথম টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫-১৯ মে এবং দ্বিতীয় টেস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ২৩-২৭ মে। তবে শেষ মুহূর্তে ভেন্যুর পরিবর্তন হতেও পারে। এ ছাড়া চট্টগ্রামে দুই দিনের যে প্রস্তুতি ম্যাচটি ছিল, তা ঢাকায় আয়োজনের অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

চলতি বছর এখন পর্যন্ত ৪টি টেস্ট খেলেছে মুমিনুল বাহিনী। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বছরের প্রথম টেস্টটি জিতেছিলেন মুমিনুলরা। জয়টি নিউজিল্যান্ডের মাটিতে দেশটির বিপক্ষে প্রথম। কিন্তু পরের তিন টেস্টে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি টাইগাররা। বিশেষ করে সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে ডারবান ও পোর্ট এলিজাবেথ টেস্টের চতুর্থ ইনিংসে ব্যাটিং ছিল লজ্জার। কেশব মহারাজের স্পিনের মায়াবী জাদুতে মুখথুবড়ে পড়েছিল টাইগারদের ইনিংস। ডারবানে ১৯ ওভারে ৫৩ এবং পোর্ট এলিজাবেথে ২৩.৩ ওভারে ৮০ রানে অলআউটের লজ্জায় ডোবে। এখন অবশ্য ঘরের পরিচিত পরিবেশে, পরিচিত মাঠে খেলবে।

শক্তির বিচারে শ্রীলঙ্কা বাকি দেশ দুটির তুলনায় পিছিয়ে। সুতরাং একটু সুবিধা পাবেনই মুমিনুলরা। দুই দেশ এখন পর্যন্ত ১০টি সিরিজ খেলেছে। ২০১৬-১৭ মৌসুমের সিরিজ ছাড়া বাকি সবগুলোতে জিতেছে ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা। দুই দেশ এখন পর্যন্ত ২২ টেস্ট খেলেছে। বাংলাদেশের জয় একটি। সেটা আবার ২০১৭ সালের মার্চে নিজেদের শততম টেস্টে। জয়টি ছিল ৪ উইকেটে। এবার নিয়ে পঞ্চমবারের মতো সিরিজ খেলতে ঢাকায় আসবে। বাংলাদেশের মাটিতে যে ৮টি টেস্ট খেলেছে শ্রীলঙ্কা, তাতে ড্র সাকল্যে দুটি এবং বাকি ছয়টিতেই হেরেছে টাইগাররা। দুই দেশ প্রথম টেস্ট খেলেছিল এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে। ২০০১ সালের কলম্বোর ওই টেস্টে টাইগাররা হেরেছিল ইনিংস ও ১৩৭ রানে। টানা ১২ হারের পর প্রথমবার টেস্ট খেলেছিল বাংলাদেশ, ২০১৩ সালে। গল টেস্ট ড্র হয়েছিল মোহাম্মদ আশরাফুলের ১৯০, মুশফিকুর রহিমের ২০০ ও নাসির হোসেনের ১০০ রানে ভর করে। ঘরের মাঠে প্রথম টেস্ট খেলেছিল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে। ৮ উইকেটে হেরেছিল টাইগাররা। পরের টেস্ট ছিল বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে। ঘরের মাঠে প্রথম ড্র চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০১৪ সালে। টেস্টটি স্মরণীয় হয়ে থাকবে কুমার সাঙ্গাকারার জন্য। ক্যারিয়ারের একমাত্র ট্রিপল সেঞ্চুরির (৩০৯) ইনিংসটি খেলেছিলেন চট্টগ্রামে। ২০১৮ সালেও চট্টগ্রামে করে বাংলাদেশ অধিনায়ক মুমিনুলের ১৭৬ রানের প্রত্যয়ী ইনিংসে। দুই দেশ সর্বশেষ টেস্ট খেলে গত বছরের এপ্রিল-মে মাসে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় টেস্টটি মুমিনুলরা হেরেছিলেন ২০৯ রানে। তবে সিরিজের প্রথম টেস্টটি ড্র করেছিল।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা সর্বশেষ খেলে ভারতের বিপক্ষে চলতি বছর। হোয়াইটওয়াশ হয়েছিল দ্বীপরাষ্ট্র। সর্বশেষ সিরিজে বাংলাদেশও হোয়াইটওয়াশ হয়েছে। তারপরও ঘরের মাঠ বলে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকবেন মুমিনুলরা।

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

টেস্ট                      তারিখ                                   ভেন্যু

প্রথম টেস্ট           ১৫-১৯ মে                            চট্টগ্রাম

দ্বিতীয় টেস্ট        ২৩-২৭ মে                           মিরপুর

সর্বশেষ খবর