শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ইউরোপাতেও ব্যর্থ বার্সা

ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব খেলেই বিদায় নিয়েছে বার্সেলোনা। ঠাঁই হয়েছিল ইউরোপা লিগে। কিন্তু এখানেও টিকে থাকতে পারল না তারা। কোয়ার্টার ফাইনালে জার্মান ক্লাব ফ্র্যাঙ্কফুর্টের কাছে হেরে বিদায় নিল। প্রথম লেগে ১-১ গোলে ড্রয়ের পর বৃহস্পতিহার দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে ৩-২ গোলে হেরেছে বার্সেলোনা। এতে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্র্যাঙ্কফুর্ট।

জার্মান ক্লাবের কাছে হেরে সমর্থকদের ওপর চটেছেন কোচ জাভি হার্নান্দেজ। তিনি ম্যাচের পর বলেন, ‘মাঠের পরিবেশ একদমই আমাদের সাহায্য করেনি। মনে হচ্ছিল, আমরা এমন এক ফাইনাল খেলছি যেখানে দুই দলেরই সমান সমর্থক রয়েছে।’ জাভি অন্তত ৭০ হাজার বার্সা সমর্থক আশা করেছিলেন। কিন্তু ফ্র্যাঙ্কফুর্টের সমর্থকরা গ্যালারির অনেকটা অংশজুড়ে অবস্থান নেয়। পাশাপাশি ম্যাচজুড়ে তারা বার্সা সমর্থকদের উপস্থিতিকে আড়ালে ঢেকে দেয় উল্লাস-উৎসবে।

ইউরোপা লিগে সেমিফাইনাল নিশ্চিত করেছে জার্মান ক্লাব লিপজিগও। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতালিয়ান ক্লাব আটলান্টার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর দ্বিতীয় লেগে বৃহস্পতিবার লিপগিজ ২-০ গোলে জিতেছে। ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম এবং স্কটিশ ক্লাব রেঞ্জার্সও সেমিফাইনাল নিশ্চিত করেছে। ওয়েস্ট হ্যাম ফরাসি ক্লাব লিওয়ের সঙ্গে প্রথম লেগে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় লেগে ৩-০ গোলে হারিয়েছে। রেঞ্জার্স পর্তুগিজ ক্লাব ব্রাগার কাছে ১-০ গোলে হারলেও দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতেছে।

সর্বশেষ খবর