রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ধাম্মিকা প্রাসাদের অনশন

ক্রীড়া ডেস্ক

অর্থনৈতিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। ঋণের ভারে জর্জরিত দেশটির জনগণ। প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে জনগণ। জ¦ালানি সংকট, খাদ্য সংকটের প্রতিবাদে দেশটির জনগত বিক্ষোভ করছে সরকারের বিরুদ্ধে। জনগণের পক্ষে এবার অনশন বসলেন দেশটির সাবেক ফাস্ট বোলার ধাম্মিকা প্রাসাদ। তিনি বর্তমান পরিস্থিতি উন্নয়নের দাবি জানিয়েছেন। তিন বছর আগে ইস্টার সানডেতে ভয়াবহ বোমা বর্ষণের বিচারের দাবিতে ২৪ ঘণ্টার অনশন করেন ধাম্মিকা। ২০১৯ সালে শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে এক গির্জায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬৯ ব্যক্তি মারা যান। ওই আক্রমণের কোনো উত্তর জানা নেই। শুক্রবার ধাম্মিকা অনশন বসেন প্রেসিডেন্ট কার্যালয়ের কাছে ‘গল ফেস’  নামক উন্মুক্ত স্থানে। পরবর্তীতে সরকার বিরোধীরাও বসে পড়েন তার সঙ্গে। ধাম্মিকা ২৫ টেস্টে ৭৫টি এবং ২৪ এক দিনের ম্যাচে ৩২ উইকেট নেন।

সর্বশেষ খবর