রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

১৯৯৮ সালের পর ২৪ বছরের ব্যবধানে পাকিস্তান সফর করে অস্ট্রেলিয়া। গত বছর পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের। কিন্তু নিরাপত্তা শঙ্কায় গত বছর শেষ মুহূর্তে সফর বাতিল করেছিল দেশ দুটি। তবে বছর পেরোনোর আগেই দেশ দুটি সফর করতে সম্মত পাকিস্তানে। পিসিবি ২০২২-২৩ মৌসুমের আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে। গত সেপ্টেম্বরে ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০ ম্যাচ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যায় নিউজিল্যান্ড। কিন্তু প্রথম ওয়ানডের কয়েক ঘণ্টা আগে নিরাপত্তার শঙ্কায় সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ওই ঘটনার পর পুরুষ ও নারী দলের সফর স্থগিত কর ইংল্যান্ড। তবে অবস্থার পরিবর্তন হওয়ায় আগামী সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তানে ৭ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড। এরপর নভেম্বরে আবার ৩ টেস্ট ম্যাচ সিরিজ খেলতে যাবে ইংল্যান্ড। ইংল্যান্ডের সফর শেষে ২ টেস্ট এবং ৩ ওয়ানডে খেলতে পাকিস্তান আগামী বছর এপ্রিলে নিউজিল্যান্ড আবার সফরে যাবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে।

সর্বশেষ খবর