সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরা কিংসে আরেক ব্রাজিলিয়ান

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংসে আরেক ব্রাজিলিয়ান

বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানের সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল ফিগেইরা

বয়স মাত্র ২১ বছর। উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। ব্রাজিলের তরুণ ফুটবলার মিগুয়েল ফিগেইরা। ২০১৯ সাল থেকে খেলছেন ব্রাজিলের শীর্ষ লিগের ক্লাব গোইয়াসে। এবার নাম লেখালেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে। আগেই কথা পাকাপাকি হয়েছিল। গতকাল ঢাকায় এসে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। পাঁচ মাস বসুন্ধরা কিংসে খেলবেন। এরপরই পাড়ি জমাবেন পর্তুগিজ লিগে।

মিগুয়েল ফিগেইরাকে পেয়ে দারুণ আশাবাদী বসুন্ধরা কিংস। মৌসুমের শুরু থেকেই দলটা বিদেশি ফুটবলারের শূন্যতায় ভুগছিল। চার বিদেশির দায়িত্ব মৌসুমের বেশিরভাগ সময় ব্রাজিলের রবসন রবিনহো একাই সামলেছেন। ইনজুরির কারণে লিগে খেলতে পারেননি জনাথন ফার্নান্দেজ। তিনি চলে গেছেন ব্রাজিলে। বেশ কয়েক ম্যাচ ইনজুরিতে ছিলেন খালেদ শাফি। খেলতে পারেননি বসনিয়ার স্টোয়ান ব্রানিয়েসও। তবে লিগের দ্বিতীয় পর্ব ও এএফসি কাপে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামতে চায় বসুন্ধরা কিংস। এ লক্ষ্যেই দলে যোগ দিলেন মিগুয়েল ফিগেইরা। ব্রাজিলিয়ান জনাথন ফার্নান্দেজের পরিবর্তে এলেন আরেক ব্রাজিলিয়ান। এ ব্যাপারে বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান বলেন, ‘ল্যাটিন ফুটবলারদের প্রতি আমাদের আগ্রহ আছে। এর কারণ, তাদের খেলায় আলাদা সৌন্দর্য্য আছে। ফুটবলের যে সৌন্দর্য্য আমার মনে হয় ল্যাটিনেই সেটা বেশি।’ গতকাল বসুন্ধরা কিংসে এসে মিগুয়েল বলেন, ‘আমি এখানে এসেছি শিরোপা জিততে। দুটি শিরোপা (লিগ ও এএফসি কাপ) জয়ের ব্যাপারে আমি আশাবাদী। ক্লাবকে এ দুটি শিরোপা জয়ে নিজের সেরাটা দিয়ে সাহায্য করতে চাই।’ বসুন্ধরা কিংসে আসার আগে ক্লাব সম্পর্কে ভালোভাবেই খোঁজ নিয়েছেন মিগুয়েল। ক্লাবের সার্বিক পরিবেশ খুবই ভালো লেগেছে এই ব্রাজিলিয়ান তরুণের। 

মিডফিল্ডার মিগুয়েলকে দলে নিয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা এবার ফুটবলার নেওয়ার সময় কয়েকটা বিষয়ের ওপর জোর দিয়েছিলাম। শারীরিক গঠন ও উচ্চতা। তার (মিগুয়েল) শারীরিক কাঠামো আমার দলকে মাঠে অনেক সাহায্য করবে।’

তিনি আরও জানান, বসুন্ধরা কিংসে পাঁচ মাস খেলেই মিগুয়েল পর্তুগিজ লিগে নাম লেখাবেন। তবে কোন ক্লাবে খেলতে যাবেন এই ব্রাজিলিয়ান তা এখনো বলেননি। ইমরুল হাসান বলেন, ‘আমাদের জানা মতে সে (মিগুয়েল) বাংলাদেশ থেকে পর্তুগিজ লিগে যোগ দিবে। এটা একটা বিরাট ব্যাপার যে বাংলাদেশে খেলে যাওয়া কোনো ফুটবলার ইউরোপের লিগে খেলবে। আমি এটাকে খুবই ইতিবাচক বলে মনে করি। পরবর্তীতে আমরা কোনো বিদেশি ফুটবলার আনতে চাইলে এই বিষয়গুলো নিঃসন্দেহে তাদের আগ্রহ বাড়াবে।’

সর্বশেষ খবর