সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

চার বছরে ৪০ টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। এরপর সব দেশেই টেস্ট খেলেছে। তবে নিয়মিত নয়। অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছিল ২১ বছর আগে, ২০০১ সালে। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে খেলেছে বাংলাদেশ। কিন্তু টেস্ট খেলার সুযোগ পায়নি। একই অবস্থা ইংল্যান্ডের বিপক্ষেও। দেশটিতে সর্বশেষ টেস্ট খেলেছিল ২০১০ সালে। এক যুগ পার হয়েছে। এই দুটি দেশে টেস্ট সিরিজ খেলার পরিকল্পনা করেছে বিসিবি। ২০২৩-২০২৭ পর্যন্ত আইসিসি যে চার বছরের চক্র চূড়ান্ত করছে, তাতে ২০২৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এমনটাই জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ায় মোটামুটি ২০২৭ সালে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। সেখানে দুটি টেস্ট খেলবে। এমনই পরিকল্পনা। তবে চূড়ান্ত হয়নি এখনো। ২০২৬ সালে অস্ট্রেলিয়া আসবে খেলতে।’ ২০০১ সালে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ টেস্ট দুটি খেলেছিল ডারউইন ও কেয়ার্র্নসে। এরপর দেশটিকে টেস্ট খেলার আমন্ত্রণ পায়নি টাইগাররা। ইংল্যান্ডের ২০০৫ সালের পর ২০১০ সালে টেস্ট সিরিজ খেলেছিল। আগামী চক্রে সম্ভাবনা কম বলেই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান, ‘ইংল্যান্ডের সঙ্গে এখনো কথা হচ্ছে। নিশ্চিত হয়নি। আমরা চেষ্টা করছি ইংল্যান্ডে গিয়ে একটা সিরিজ খেলার। সেটা এখনো আলাপ-আলোচনার মধ্যেই আছে। আমরা আশা করছি যেতে পারব, ওদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব।’

আগামী চার বছরের চক্রে বাংলাদেশ ৪০ টেস্ট, ৭০’র উপর ওয়ানডে ও টি-২০ খেলবে ৭৬টি। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর