সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

১৯৫৮ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ফন্টেইন

১৯৫৮ সালে বিশ্বকাপের আসর বসে সুইডেনে। সেবার চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। সর্বোচ্চ গোলদাতা ছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন। তিনি ১৩ গোল করেন সেবার। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলের এই রেকর্ড এখনো অক্ষুণ্ণ। গ্রুপ পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ৩টি, যুগোস্লাভিয়ার বিপক্ষে ২টি ও স্কটল্যান্ডের বিপক্ষে ১টি গোল করেন। এ ছাড়াও কোয়ার্টার ফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ২টি, সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে ১টি এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পশ্চিম জার্মানির বিপক্ষে ৪টি গোল করেন ফন্টেইন।

সর্বশেষ খবর