সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

এফএ কাপের ফাইনালে চেলসি

ক্রীড়া ডেস্ক

এফএ কাপের ফাইনালে চেলসি

এফএ কাপে ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। গতকাল সেমিফাইনালে তারা ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে পরাজিত করেছে। চেলসির পক্ষে একটি করে গোল করেন রুবেন লুফটাস চিক ও মেসন মাউন্ট। টানা তৃতীয়বারের মতো এফএ কাপে ফাইনাল নিশ্চিত করল চেলসি। আগের দুই ফাইনালে ব্লুজরা আর্সেনাল (২০১৯-২০) ও লিস্টার সিটির (২০২০-২১) কাছে পরাজিত হয়েছে। সব মিলিয়ে এটা তাদের ১৬ নম্বর ফাইনাল। আগের ১৫ বারের মধ্যে ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। ৭ বার রানার্সআপ হয়েছে। ওয়েম্বলিতে অনুষ্ঠেয় ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে চেলসি। শনিবার সেমিফাইনালে ম্যানসিটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। চেলসি সর্বশেষ এফএ কাপ জয় করেছে ২০১৭-১৮ মৌসুমে। সেবার তারা ফাইনালে হারিয়েছিল ম্যানইউকে। এবার লিভারপুলের সঙ্গে পারবে ব্লুজরা? লিভারপুল সর্বশেষ এফএ কাপ জয় করেছে ২০০৬ সালে। ২০১২ সালে শেষবার ফাইনাল খেলেছে লিভারপুল। সেবার তারা চেলসির কাছেই হেরেছিল। এবার কী সেই হারের প্রতিশোধ নিতে পারবে লিভারপুল? এফএ কাপে এর আগে ১৪ বার ফাইনাল খেলেছে অলরেডরা। এর মধ্যে সাতবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। সাতবার রানার্সআপ হয়েছে। এফএ কাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। তারা ২১ বার ফাইনাল খেলে ১৪ বার শিরোপা জিতেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর