মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

আবাহনীকে উড়িয়ে দিল প্রাইম ব্যাংক

ক্রীড়া ডেস্ক

গত আসরের চ্যাম্পিয়ন। এবারও শিরোপা প্রত্যাশী। গতকাল শুরু প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের কাছে বড় ব্যবধানে হেরেছে আবাহনী। গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে ১৪২ রানের জয় তুলে প্রতিশোধ নিয়েছে প্রাইম ব্যাংক। এই জয়ে প্রাইমের পয়েন্ট ১১ ম্যাচে আবাহনীর সমান ১৪। হেরে যাওয়ায় আবাহনীর পক্ষে চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ বেশ কঠিন হয়ে পড়েছে। বাকি চার ম্যাচে জিতলেই হবে না আবাহনীকে, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবসহ অন্য দলগুলোর হারের অপেক্ষায় থাকতে হবে। সুপার লিগের আরেক ম্যাচে সেঞ্চুরি করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাব্বির রহমান রুম্মন। লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে সাব্বির ১১১ বলে ১২৫ রানের ইনিংস খেলেছেন রূপগঞ্জ ক্রিকেটার্সের বিপক্ষে। লিজেন্ডস অব রূপগঞ্জ ৫৫ রানে হারিয়েছে রূপগঞ্জ ক্রিকেটার্সকে।       

মিরপুর স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। জবাবে আবাহনী গুঁড়িয়ে যায় ৩২.৪ ওভারে মাত্র ১৩১ রানে। আবাহনীর পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ৫৭ বলে ৭ চার ও ৩ ছক্কায়। লিটন দাস ২৩ রান করেন। আবাহনীর ১০ উইকেটের সবগুলোর শিকারি প্রাইমের স্পিনাররা। ৩টি করে উইকেট নিয়েছেন রাকিবুল হাসান ও নাসির হোসেন। শেখ মেহেদি ও তাইজুল  নিয়েছেন ২টি করে উইকেট। প্রাইম ব্যাংকের পক্ষে রান করেই চলেছেন এনামুল হক বিজয়। খেলেছেন ৮৫ বলে ৭৭ রানের দুর্দান্ত এক ইনিংস। ১১ ম্যাচে এটা তার ৬ নম্বর হাফসেঞ্চুরি। সেঞ্চুরির ইনিংস রয়েছে ২টি। সাব্বির লিস্ট-‘এ’ ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালে। প্রিমিয়ার লিগে সর্বশেষ সেঞ্চুরির ইনিংস ছিল ২০১৬ সালে। লিগের প্রথম ১০ ম্যাচে একটি হাফসেঞ্চুরিও ছিল না তার। মোট রান করেছিলেন ২০০। গতকাল বিকেএসপিতে খেলেন ১২৫ রানের ইনিংস। সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে।

সর্বশেষ খবর