মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

জিতলেই কিংসের সঙ্গী আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

এএফসি কাপের প্লে-অফ ম্যাচে আজ কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আবাহনী লিমিটেড ও এটিকে মোহনবাগান। জিতলেই গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসের সঙ্গী হবে আবাহনী। এএফসি কাপে দক্ষিণ এশিয়া অঞ্চলের ক্লাবগুলো ডি গ্রুপে খেলবে এবার। এই গ্রুপে বসুন্ধরা কিংস ছাড়াও ভারতের গোকোলাম কেরালা ও মালদ্বীপের ম্যাজিয়া স্পোর্টস আছে। প্লে-অফ খেলে আরও একটি দল ডি গ্রুপে কোয়ালিফাই করবে। প্লে-অফের প্রিলিমিনারি রাউন্ডে আবাহনী ওয়াকওভার পেয়েছে মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে। অন্যদিকে এটিকে মোহনবাগান শ্রীলঙ্কার ব্লু স্টারকে ৫-০ গোলে হারিয়েছে। প্লে-অফ ম্যাচ নিয়ে আবাহনী ও মোহনবাগান দুই দলই বেশ সতর্ক। আবাহনীর ডরিয়েলটন, অগাস্তুকে নিয়ে চিন্তিত মোহনবাগান। অন্যদিকে মোহনবাগানের ফুটবলারদের নিয়েও কঠোর প্রস্তুতি নিচ্ছে আবাহনী। এএফসি কাপে গতবার ভারতের দুটি ক্লাব খেলেছে (এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু)। এর আগেরবার মালদ্বীপের দুটি ক্লাব খেলে (ম্যাজিয়া ও টিসি স্পোর্টস)। সাধারণত ভারতেরই দুটি ক্লাব খেলে এএফসি কাপের গ্রুপ পর্বে। এবার কী বাংলাদেশের দুই ক্লাব খেলতে পারবে গ্রুপ পর্বে?

 

সর্বশেষ খবর