বুধবার, ২০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বিদায় প্রথম ওয়ানডের পেসার

ক্রীড়া প্রতিবেদক

বিদায় প্রথম ওয়ানডের পেসার

ক্রিকেটে এখন পেস বোলারের অভাব নেই। অথচ ৭০ ও ৮০ দশকে ছিল হাতে গোনা কয়েকজন। দৌলতু জ্জামান, জাহাঙ্গীর শাহ বাদশা, সামিউর রহমান সামি ও দিপু রায় চৌধুরীই ছিলেন তখন পেস বোলিংয়ে পরিচিত মুখ। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে এরাই মাঠ কাঁপাতেন। দৌলত না ফেরার দেশে চলে গেছেন অনেক আগেই। এবার সবাইকে কাঁদিয়ে চলে গেলেন সামি। গতকাল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডান হাতি পেস বোলার সামিউর রহমান সামি। বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ মসজিদ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ১৯৮৬ সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে সুযোগ পান সামি। বড় ভাই দেশের খ্যাতনামা ব্যাটসম্যান ইউসুফ বাবুর সঙ্গে আইসিসি ট্রফিতে খেলেন সামি। বাস্কেট বল খেলেও সুনাম কুড়িয়েছেন। ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নেওয়ার পর ক্রিকেট ও বাস্কেট বলে অ্যাম্পায়ারিং করেন সামি।

ঘরোয়া ক্রিকেটে সামি বড় দুই দল মোহামেডান ও আবাহনীতে খেলে শিরোপার অংশীদার হন। খেলেছেন আজাদ বয়েজ ও ব্রাদার্স ইউনিয়নে। ১৯৮৬ সালে শ্রীলঙ্কার মাটিতে প্রথম এশিয়া কাপে পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে টিম বাংলাদেশের বোলিং উদ্বোধন করেন সামি। জাতীয় দলের সাবেক অধিনায়ক রফিবুল হাসান বলেন, সামির সঙ্গে আমি দীর্ঘদিন খেলেছি। দেশ একজন যোগ্য ক্রীড়াবিদকে হারাল।

সর্বশেষ খবর