বুধবার, ২০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

১৯৬৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ইউসেবিও

বিশ্বকাপের আসর ১৯৬৬ সালে আয়োজন করে ইংল্যান্ড। সেবার চ্যাম্পিয়নও হয় তারা। ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারায় ইংলিশরা। সেবার সবচেয়ে বেশি গোল করেন পর্তুগিজ তারকা ইউসেবিও (৯ গোল)। তিনি গ্রুপ পর্বে বুলগেরিয়ার বিপক্ষে একটি ও ব্রাজিলের বিপক্ষে দুটি এবং কোয়ার্টার ফাইনালে নর্থ কোরিয়ার বিপক্ষে চারটি, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে একটি ও তৃতীয় স্থান নির্ধারণীতে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে একটি গোল করেন। পর্তুগাল সেবার তৃতীয় স্থান অর্জন করেছিল।

সর্বশেষ খবর