আন্তর্জাতিক ম্যাচে তারকা ক্রিকেটাররা যখন লাল-সবুজ জার্সিতে রান খরায় ভুগছেন তখন ঘরোয়া লিগে জাতীয় দলের সাবেক তারকাদের ব্যাটে রানের ফোয়ারা ছুটছে। ঢাকা প্রিমিয়ার লিগের এই আসরে রানের বন্যা বইয়ে দিচ্ছেন ব্যাটাররা। এখনো টুর্নামেন্ট শেষ হয়নি। ১২ ম্যাচ শেষেই ছয় ব্যাটসম্যানের রান পাঁচশর ওপরে। সবার ওপরে আছেন জাতীয় দলের সাবেক ওপেনার এনামুল হক বিজয়। ৭৩.১৬ গড়ে তিনি করেছেন ৮৭৮ রান।…