শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

হ্যাগের হাতে ১৩০০ কোটি!

ক্রীড়া ডেস্ক

হ্যাগের হাতে ১৩০০ কোটি!

ম্যানচেস্টার ইউনাইটেড দীর্ঘদিন ধরেই ধুঁকছে। ২০১৩ সালে স্যার আলেক্স ফার্গুসন চলে যাওয়ার পর বারবার কোচ পরিবর্তন করেও কোনো ফল পায়নি রেড ডেভিলরা। এবার ডাচ ক্লাব আয়াক্স থেকে টেন হ্যাগকে নিয়ে আসছে ম্যানইউ। চলতি মৌসুম শেষ হলেই দায়িত্ব নেবেন এই ডাচ কোচ। বৃহস্পতিবার এক অফিশিয়াল ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে ম্যানইউ। নতুন কোচকে শক্তিশালী দল গঠনের পূর্ণ স্বাধীনতাই দিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। ব্রিটিশ মিডিয়ার খবর ১২০ মিলিয়ন পাউন্ড (১৩শ ৩৩ কোটি টাকা!) দেওয়া হবে টেন হ্যাগকে। বিশাল অঙ্কের এ অর্থ দিয়ে টেন হ্যাগ কি ম্যানচেস্টার ইউনাইটেডকে ঢেলে সাজাতে পারবেন? চলতি মৌসুমে শিরোপা শূন্যই থাকছে ম্যানইউ। সব টুর্নামেন্ট থেকে তারা বিদায় নিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছে। সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব নিশ্চিত করাই কঠিন হয়ে পড়েছে ম্যানইউর জন্য। লিগের শীর্ষ চারে থাকতে না পারলে সামনের মৌসুমে ইউরোপা লিগে দেখা যেতে পারে ম্যানইউকে। চলতি মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে। তবে শেষ ষোলোতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে রেড ডেভিলরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর