মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

জিতলেই চ্যাম্পিয়ন শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তামিম ইকবালের ফিরতি ক্যাচ নিতে পারেননি মেহেদী হাসান মিরাজ। শুধু মিসই করেননি স্পিনিং অলরাউন্ডারের হাতের আঙুল ফেটে সেলাই পড়েছে। এজন্য ২ সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে মিরাজকে। একই ম্যাচে ফিল্ডিংয়ে অ্যাংকেলে ব্যথা পান মুশফিকুর রহিম। আবাহনীর বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে আজ দুজনকে পাচ্ছে না শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দুজনকে ছাড়াই ইমরুল বাহিনী আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনীর মুখোমুখি হবে। সুপার লিগে সাভার-৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী ক্রিকেটার্স এবং বিকেএসপি-৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক-রূপগঞ্জ ক্রিকেটার্স ম্যাচ।

লিগ পর্বে ১০ ম্যাচে হার একটি এবং সুপার লিগের ৩ ম্যাচে এক হার। ইমরুল বাহিনী দুরন্ত গতিতে ছুটছে প্রিমিয়ার ক্রিকেটে প্রথম শিরোপা উৎসব করতে। প্রাইম ব্যাংকের বিপক্ষে জিতলেই শিরোপা জিততো। কারণ, শিরোপা রেসে টিকে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ হেরেছিল আবাহনীর কাছে। আজ হেভিওয়েট ম্যাচে আবাহনীর কাছে যদি হেরে যায় শেখ জামাল, তাহলেও শিরোপার আশা টিকে থাকবে। তখন লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে শেষ ম্যাচে নির্ধারিত হবে শিরোপা। অবশ্য মাশরাফির রূপগঞ্জ হেরে গেলে শিরোপা উৎসব করতে কোনো সমস্যা হবে না ইমরুল বাহিনীর। তবে জিতেই প্রথম শিরোপা উৎসব করতে প্রস্তুত শেখ জামাল। ইমরুলের নেতত্বে দারুণ খেলছেন সাইফ হাসান, রবিউল ইসলাম রবি, সৈকত আলি, পারভেজ রসুল, মৃত্যুঞ্জয়, সানজামুল ইসলামরা। সুপার লিগে ব্যাটিং শক্তি বাড়াতে মোহামেডান থেকে অনাপত্তি ছাড়পত্র নিয়ে শেখ জামালে যোগ দেন। মিরাজ ৩ ম্যাচ খেললেও মুশফিক খেলেন ২টি। ইনজুরিতে পড়ায় বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না। শুধু শেখ জামালের পক্ষে নয়, ১৫-১৯ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা অনিশ্চিত হয় পড়েছে দুই ক্রিকেটারের।

 সুপার লিগে শেখ জামালের পক্ষে এখন পর্যন্ত সেরা পারফরমার উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। লিগ পর্বে ৩ ম্যাচ খেলে সোহান উড়ে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা। সিরিজ শেষে দেশে ফিরে যোগ দেন শেখ জামালে। তিন তিন ম্যাচে ধারাবাহিকভাবে রান করেছেন। প্রথম ম্যাচে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে ৭৩, রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে অপরাজিত ১৩২ ও প্রাইম ব্যাংকের বিপক্ষে ৭১ রান করেন। ইমরুল বাহিনীর সাফল্য অনেকটাই নির্ভর করে দলের ভারতীয় অলরাউন্ডার পারভেজ রসুলের পারফরম্যান্সের ওপর। ব্যাটিংয়ের পাশাপাশি দারুণ বোলিং করছেন রসুল। ১৩ ম্যাচে ২৫১ রানের পাশাপাশি ২৫ উইকেট নেন। লিগ পর্বে আবাহনীর বিপক্ষে ম্যাচে জামাল ৫ উইকেট জিতেছিল। রসুলের ঘূর্ণিতে ৪৫.৪ ওভারে ১৭৭ রানে অলআউট হয়েছিল আবাহনী। রসুল ২৯ রানের খরচে নিয়েছিলেন ৫ উইকেট। রবিউল ইসলাম রবির অপরাজিত ৫৭ রানে ভর করে ৮ বল হাতে রেখেই জিতেছিল শেখ জামাল।

 

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু ১৯৭৪-৭৫ মৌসুমে। ২০১১-১২ মৌসুম পর্যন্ত লিগ হয়েছে। সর্বোচ্চ ১৭ বার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। ২০১৩-১৪ মৌসুমে প্রিমিয়ার ক্রিকেট মর্যাদা পায় লিস্ট-এ। এরপর সর্বশেষ ২০১৮-১৯ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী ৩ বার, গাজী ট্যাংক, গাজী ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক একবার করে।                      

 

সুপার লিগের দলগুলোর পয়েন্ট টেবিল

দল                                                         ম্যাচ       জয়         হার         পয়েন্ট

শেখ জামাল ধানমন্ডি ক্লাব             ১৩         ১১          ২             ২২

লিজেন্ডস অব রূপগঞ্জ                     ১৩         ৯             ৪             ১৮

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব             ১৩         ৮            ৫             ১৬

আবাহনী লিমিটেড                           ১৩         ৮            ৩            ১৬

রূপগঞ্জ ক্রিকেটার্স                            ১৩         ৬             ৬             ১২

গাজী গ্রুপ ক্রিকেটার্স                       ১৩         ৬             ৬             ১২   

সর্বশেষ খবর