মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

১৯৮৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা গ্যারি লিনেকার

১৯৮৬ সালে বিশ্বকাপ আয়োজন করে মেক্সিকো। সেবার চ্যাম্পিয়ন হয় দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। ফাইনালে তারা পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দেয়। সর্বোচ্চ গোলাদাতার পুরস্কার জিতেন ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার। তিনি ৬ গোল করেন। গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন লিনেকার। এছাড়াও প্রি কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে দুটি ও কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে একটি গোল করেন।

সর্বশেষ খবর