বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
এনামুল হক বিজয়

এক লিগে ১০০০ রান

এক লিগে ১০০০ রান

২০১৩ মৌসুমে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিস্ট-‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম ক্রিকেটার হিসেবে এক মৌসুমে হাজার রান করার রেকর্ড গড়েছেন এনামুল হক বিজয়। রূপগঞ্জ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমেছিলেন ৯৩০ রান নিয়ে। প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রানের মাইলফলক গড়তে ৭০ রান দরকার ছিল। এজন্য তার হাতে ছিল আরও দুই ম্যাচ। গতকাল ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার দল প্রাইম ব্যাংক ১০ উইকেটের জয়  পায়। ম্যাচ শেষে তার রান ১৩ ম্যাচে ১০৪২ রান।

সেঞ্চুরি ৩টি ও হাফসেঞ্চুরি ৮টি।

 প্রিমিয়ার ক্রিকেটে এতদিন সর্বাধিক রানের রেকর্ডের মালিক ছিলেন সাইফ হাসান। ২০১৯ সালে তিনি প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ইনিংসে ৮১৪ রান করেছিলেন সাইফ। ওই বছরেই লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ৮০৭ করেছিলেন মোহাম্মদ নাঈম শেখ। তবে প্রিমিয়ার ক্রিকেটে এক মৌসুমে সর্বাধিক রানের মালিক কেনিয়ার স্টিভ টিকোলো। ২০০১ মৌসুমে মোহামেডানের পক্ষে ১৬ ইনিংসে রান করেছিলেন ১২২৭।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর