বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

কিয়েল্লিনির বিদায়

ক্রীড়া ডেস্ক

ইউরোপ কাপ ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দলের মধ্যে ‘ফিনালিসিসমা’ নামে শ্রেষ্ঠত্বের লড়াই হতে যাচ্ছে আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলিতে। এই ম্যাচে মুখোমুখি হবে ইতালি ও আর্জেন্টিনা। গত বছর ইতালি ইউরো কাপ জয় করে। অন্যদিকে কোপা আমেরিকা জয় করে আর্জেন্টিনা। এই ম্যাচেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন ইতালির ডিফেন্ডার কিয়েল্লিনি। তিনি বলেন, ‘ওয়েম্বলিতেই জাতীয় দলকে বিদায় জানাব আমি,  যে মাঠে ইউরো জিতে ক্যারিয়ারের চূড়ায় স্পর্শ করার স্বাদ  পেয়েছিলাম।’

ভালো কোনো স্মৃতি নিয়ে জাতীয় দলকে বিদায় বলতে চাই। ওই ম্যাচ নিশ্চিতভাবেই হতে যাচ্ছে ইতালির হয়ে আমার শেষ ম্যাচ।’

২০০৩ সালে ইতালির হয়ে অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা ও ২০০৪ সালের অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন কিয়েল্লিনি।

 জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দিলেও ক্লাব ক্যারিয়ার নিয়ে এখনো চূড়ান্ত কিছু ভাবেননি বলেই জানালেন জুভেন্টাসের হয়ে ৯টি সিরি আ শিরোপা জয়ী ডিফেন্ডার।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর