শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
জয়রথ ছুটছেই

অ্যারিনায় কিংসের গোলবন্যা

♦ বসুন্ধরা কিংস ৬ : ০ উত্তর বারিধারা ♦ শেখ জামাল ২ : ০ মুক্তিযোদ্ধা

ক্রীড়া প্রতিবেদক

অ্যারিনায় কিংসের গোলবন্যা

সামনেই এএফসি কাপের লড়াই। প্রিমিয়ার লিগ ফুটবলের প্রতিটা ম্যাচেই তাই বাড়তি প্রস্তুতি নিচ্ছে বসুন্ধরা কিংস। গোল করার দিকে যেমন গভীর মনোযোগ, তেমনই নিজেদের গোলপোস্ট সামলাতেও কোনো কসুর করছে না দলটা। গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় উত্তর বারিধারার বিপক্ষে গোল উৎসবই করলেন রবসন রবিনহোরা। নিজেদের মাঠে বসুন্ধরা কিংস ম্যাচটা জয় করল ৬-০ গোলে। গতকাল প্রিমিয়ার লিগে দিনের অপর ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদকে ২-১ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

গতকাল ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলে বসুন্ধরা কিংস। প্রতিপক্ষের জালে প্রথমার্ধ্বে তিনটি ও দ্বিতীয়ার্ধ্বে তিনটি গোল করেন লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের ২৬তম মিনিটে মিগুয়েল ফিগেইরার গোলে এগিয়ে যায় কিংস। ৩০তম মিনিটে রবসনের পাসে বল পেয়ে বসুন্ধরা কিংসের জার্সিতে প্রথম গোল করেন সোহেল রানা। ৩৮তম মিনিটে ব্যবধান ৩-০ করেন স্প্যানিশ ফুটবলার নুহা মারঙ। স্পেনের এই ফুটবলার প্রথম গোল করলেন কিংসের জার্সিতে। দ্বিতীয়ার্ধ্বেও আধিপত্য ধরে রাখে বসুন্ধরা কিংস। বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি রবসনরা। একবার বল জালে জড়িয়েছিলেন রবসন। তবে অফসাইডের অজুহাতে তা বাতিল করে দেন রেফারি।

৮৭তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন বদলি নামা তৌহিদুল আলম সবুজ। ম্যাচের যোগ করা সময়ে আরও দুটি গোল হলে অর্ধ ডজন গোল পূর্ণ করে বসুন্ধরা কিংস। কিংসের অব্যাহত আক্রমণের মুখে আত্মঘাতী গোল করেন উত্তর বারিধারার ডিফেন্ডার খোকন মিয়া। এর এক মিনিট পর বল জালে জড়ান সুমন রেজা।

এ জয়ে ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল।

সর্বশেষ খবর