রবিবার, ১ মে, ২০২২ ০০:০০ টা

দারুণ জয় শেখ রাসেলের

ক্রীড়া প্রতিবেদক

দারুণ জয় শেখ রাসেলের

প্রথম লেগটা ভালো কাটেনি শেখ রাসেল ক্রীড়া চক্রের। জেতা ম্যাচে পয়েন্ট হারানো তো আছেই, বিতর্কিত রেফারিংও দলটিকে ভুগিয়েছে। শেষ পর্যন্ত চেনা রূপের শেখ রাসেলের দেখা মিলেছে। দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে দুর্ভাগ্যক্রমে পয়েন্ট ভাগাভাগি করে। গতকাল কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে রীতিমতো জ্বলে উঠে শেখ রাসেল। শক্তিশালী চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়ে পুরো পয়েন্ট অ্যাকাউন্টে জমা রেখেছে। কোচ জুলফিকার মাহমুদ মিন্টু প্রতিশ্রুতি দেন পেশাদার ফুটবল লিগে দ্বিতীয় লেগে বদলে যাওয়া শেখ রাসেলের দেখা মিলবে। সেই আভাসই পাওয়া গেল বন্দর নগরী দলটির বিপক্ষে।

অলস বিদেশি বদল করে সাবেক চ্যাম্পিয়নরা ছন্দে ফিরতে শুরু করেছে। কুমিল্লায় অতিথি হলেও শুরু থেকেই চট্টগ্রাম আবাহনীকে দাবিয়ে রেখেছিল। খেলোয়াড়দের শারীরিক ভাষায় বলে দিচ্ছিল জয় ছাড়া তারা ঢাকা ফিরবে না। দাপুটে খেলা খেলেই বিজয়ের নিশানা উড়িয়েছে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্রের নাম করণে ক্লাবটি। ব্যবধান আরও বড় হতে পারত। সুযোগ হারানোয় তা হয়নি। ৩২ মিনিটে খালেকুজ্জামানের শুরু থেকে ইসমাইল আকিনাদে জালে বল পাঠালে এগিয়ে যায় রাসেল। ৫১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন আকমতোভ। আবাহনীর বদলি শাকের উল্লাহ ব্যবধান কমান। ১৩ ম্যাচে ১৪ পয়েন্টে অবস্থান এখনো আটে। এ দিকে পিছিয়ে থেকে আবারও জয় পেয়েছে ঢাকা আবাহনী। সিলেটে নিজ ভেন্যুতে ২-১ গোলে হারায় পুলিশকে। আবু সাইদ আবাহনীর পক্ষে জোড়া গোল করেন। পুলিশের আল-আমিন গোল করেন। সাইফ স্পোর্টিং ৪-২ গোলে হারায় রহমতগঞ্জকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর