রবিবার, ১ মে, ২০২২ ০০:০০ টা

টি-২০ খেলতে হংকংয়ে রুমানা-জাহানারা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের দুই তারকা ক্রিকেটার রুমানা আহমেদ ও জাহানারা আলম খেলবেন হংকং টি-২০ ক্রিকেট লিগে। হংকংয়ে আজ শুরু হচ্ছে ‘ফেয়ারব্রেক’ আমন্ত্রণমূলক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে খেলতে গতকাল সকাল ৮টায় ঢাকা ছেড়েছেন জাহানারা আলম ও রুমানা আহমেদ। টুর্নামেন্টে নিজেদের সেরাটা খেলবেন বলেন স্পিনার রুমানা, ‘আগে হয়তো ম্যাচ খেলার সুযোগ হয়নি। এবার আশা করি খেলার সুযোগটা পাব। আমি দারুণ এক্সাইটেড। আশা করছি এখানে ম্যাচ খেলব। ভালো করব বলেই বিশ্বাস করি।’ ১-১৫ মে পর্যন্ত টুর্নামেন্টে স্পিন অলরাউন্ডার রুমানা খেলবেন ‘বার্মি আর্মি’ টিমের পক্ষে। তার সতীর্থ হবেন ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিন, শেমাইন ক্যাম্পবেল, পাকিস্তানের ফাতিমা সানা, রুয়ান্ডার হেনরিয়েট ইসিমওয়ে ও ব্রাজিলের রবার্টা আভেরিকে। জাহানারা খেলবেন টিম ফ্যালকনে। জাহানারার সতীর্থ নিউজিল্যান্ড অধিনায়ক সুজি বেটস, ইংল্যান্ডের ড্যানি ওয়েইট, প্রোটিয়া ক্রিকেটার মারিজান কেপ, ওয়েস্ট ইন্ডিজের ব্রিটনি কুপার, জার্মানির ক্রিস্টিনা গফ ও ভুটানের আঞ্জু গুরং। এই টুর্নামেন্টে ৩০ দেশের বিদেশি ক্রিকেটার খেলবেন। রুমানা এর আগে ২০১৭ সালে বিগ ব্যাশে ব্রিসবেন হিটে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে খেলতে পারেননি। ২০১৩ সালে ‘উইমেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগ (ডব্লুআইসিএল)’ প্রতিষ্ঠিত হয় ফেয়ারব্রেক। মহিলা ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর টার্গেটেই এই টুর্নামেন্টের আয়োজন।

সর্বশেষ খবর