রবিবার, ১ মে, ২০২২ ০০:০০ টা

টেস্ট স্কোয়াডে মোসাদ্দেক

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট স্কোয়াডে মোসাদ্দেক

আবাহনী চ্যাম্পিয়ন হয়নি। কিন্তু দলনেতা মোসাদ্দেক হোসেন সৈকত দারুণ ব্যাটিং করেছেন। ১৫ ম্যাচে ৪৭ গড়ে ৬৫৮ রান করেছেন। উইকেট নিয়েছেন ১৫ ম্যাচে ১৬টি। এই পারফরম্যান্স তাকে টেস্ট স্কোয়াডে ফিরিয়েছে। টিম ম্যানেজমেন্ট তাকে দলে নিয়েছে স্পিন অলরাউন্ডার হিসেবে। প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে শেখ জামালের হয়ে ম্যাচে ফিল্ডিংয়ে আহত হন মেহেদী হাসান মিরাজ। আঙ্গুলে চিড় ধরেছে তার। ফলে তাকে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে ১৫-১৯ মে, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথমটিতে খেলতে পারছেন না। মিরাজের অনুপস্থিতি একজন অফ স্পিনার হিসেবে দলভুক্ত হয়েছেন নাঈম হাসান। এবার নিয়েছেন মোসাদ্দেক সৈকতকে।

সৈকতকে দলে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘যেহেতু মিরাজ নেই, নাঈম কিছুদিন ধরে খেলার বাইরে আছে। তাই একজন ব্যাটিং অলরাউন্ডার নিলাম। অনুশীলনে দুজনের পারফরম্যান্স দেখে একাদশ সাজানো হবে।’

ক্যারিয়ারে মাত্র ৩টি টেস্ট খেলেছেন মোসাদ্দেক সৈকত। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচটির প্রথম ইনিংসে অপরাজিত ৪৮ ও দ্বিতীয় ইনিংসে ১২ রান করেছিলেন এরপর আর সুযোগ পাননি। অভিষেক ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের শততম টেস্টে। অভিষেক ইনিংসে খেলেন ৭৫ রানের ইনিংস। টেস্টটি জিতেছিল বাংলাদেশ। তাকে স্পিন অলরাউন্ডার হিসেবে নেওয়া হলেও টেস্টে কোনো উইকেট নেই তার। মুমিনুল বাহিনীর অনুশীলন হবে ৮ মে। প্রথম টেস্ট চট্টগ্রামে ১৫-১৯ মে এবং দ্বিতীয় টেস্ট ২৩-২৭ মে ঢাকার মিরপুরে। শ্রীলঙ্কা ঢাকায় পা রাখবে ৮ মে।   

বাংলাদেশ টেস্ট স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা ও শরিফুল ইসলাম (ফিটনেস প্রমাণ দিতে হবে)।

সর্বশেষ খবর