রবিবার, ১ মে, ২০২২ ০০:০০ টা
বরিস বেকার

ঘর ছেড়ে কারাগারে

ঘর ছেড়ে কারাগারে

সাবেক জার্মান টেনিস কিংবদন্তি বরিস বেকারকে আড়াই বছরের কারাবাস দিয়েছে লন্ডনের একটি আদালত। অবশ্য খুন খারাবির জন্য নয়। সম্পত্তি লুকিয়ে রাখার অভিযোগে চার মামলায় দোষী প্রমাণিত হন ৫৪ বছর বয়সী সাবেক এই টেনিস তারকা। আদালত থেকে বলা হয়েছে, দেনার দায় থেকে বাঁচাতে নিজের সম্পত্তির পরিমাণের তথ্য গোপন রেখেছিলেন। ইংলিশ গণ মাধ্যম বিবিসি জানিয়েছে, বরিস ২৫ লাখ পাউন্ড সমমানের সম্পত্তি লুকিয়েছেন তা প্রমাণ পেয়েছে আদালত। শাস্তি হিসেবে আড়াই বছরের অর্ধেক সময় তাকে জেল খাটতে হবে আর বাকি অর্ধেক জামিনে থাকবেন। প্রায় ৫ কোটি পাউন্ড দেনা থাকায় ২০১৭ সালে বরিসকে দেউলিয়া ঘোষণা করা। ১৯৯৯ সালে টেনিসকে বিদায় জানান ছয় গ্রান্ড স্ল্যাম বিজয়ী বেকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর