রবিবার, ১ মে, ২০২২ ০০:০০ টা

রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন

এক মৌসুম পর ফের লা লিগার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লিগের সবচেয়ে সফল দল রিয়াল এ নিয়ে ৩৫ বার শিরোপা জিতল। ২০২১-২২ মৌসুমের শিরোপা জিততে গতকাল নিজেদের স্টেডিয়াম বার্নাব্যুতে রিয়াল ৪-০ গোলে হারিয়েছে এস্পানিওলকে। দলের পক্ষে গোলগুলো করেন রদ্রিগো গোমেজ ২টি এবং ১টি করে মার্কো অ্যাসেনসিও ও করিম বেনজামা। রদ্রিগো গোল ২টি করেন ৩৩ ও ৪৩ মিনিটে এবং অ্যাসেনসিও ৫৫ ও দুরন্ত ফর্মে থাকা বেনজামা ৮১ মিনিটে। চলতি লিগে বেনজামার এটা ২৬ নম্বর গোল। এ জয়ে রিয়ালের পয়েন্ট ৩৪ ম্যাচে ২৫ জয়, ৬ ড্রয়ে ৮১। দুইয়ে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৪ ম্যাচে ৬৪ এবং তিনে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৩ ম্যাচে ৬৩। আগামী বুধবার বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ।

সর্বশেষ খবর