শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি নিয়ে কাড়াকাড়ি

ক্রীড়া ডেস্ক

ম্যারাডোনার  ‘হ্যান্ড অব গড’ জার্সি নিয়ে কাড়াকাড়ি

আকাশছোঁয়া দামে বিক্রি হলো দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত সেই ‘হ্যান্ড অব গড’ জার্সি। যে জার্সি পরে ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে ইল্যান্ডের বিপক্ষে আলোচিত গোলটি করেন আর্জেন্টিনার অধিনায়ক ম্যারাডোনা। বুধবার লন্ডনের সোথাবিরে নিলামে যখন জার্সিটির দাম হাঁকা হয় তা কিনতে যেন কাড়াকাড়ি শুরু হয়ে যায়। এক পর্যায়ে ভিড় সামলাতে নিলাম অনুষ্ঠান বন্ধও করে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত বিশ্বরেকর্ড গড়ে ৯.২৮ মিলিয়ন ইউএস ডলারে (প্রায় ৮০ কোটি টাকা) জার্সিটি বিক্রি হয়। এত দিনে ম্যাচ খেলা কোনো জার্সির সর্বোচ্চ মূল্য ছিল ৫.৬৪ মিলিয়ন ইউএস ডলার। ২০১৯ সালে বারে রুয়ের ১৯২৮-১৯৩০ মৌসুমে পরা নিউইয়র্ক ইয়াঙ্কিনের জার্সিটি বিক্রি হয় এই দামে। ‘হ্যান্ড অব গড’ বলা হয় ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সেই বিখ্যাত গোলকে যাতে আমার কাছে নিয়ে হাত দিয়ে ফ্লিক করে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনকে পরাস্ত করেন ম্যারাডোনা।

 

সর্বশেষ খবর