শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

সেরাটা আমরা খেলতে পারিনি

গার্ডিওলা

সেরাটা আমরা খেলতে পারিনি

চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের ফাইনাল খেলেছিল ম্যানচেস্টার সিটি। হেরেছিল চেলসির কাছে।  এবারও ফাইনাল খেলার সম্ভাবনা জাগিয়েছিল ম্যান সিটি। কিন্তু রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর গল্পের কাছে হেরে বিদায় নেয় আসর থেকে। পেপ গার্ডিওলা সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলেন ২০১১ সালে বার্সেলোনার হয়ে। এরপর বায়ার্ন মিনউনিখ ও ম্যান সিটির হয়ে ফাইনাল খেলেছেন। কিন্তু শিরোপা জেতা হয়নি। এবার সেমিফাইনাল থেকে ছিটকে হতাশা ঝরে পড়েছে গার্ডিওলার কণ্ঠে। প্রথম লেগে ৪-৩ গোলে জয় পায়। দ্বিতীয় লেগে এক গোলে এগিয়েও হেরে যায় ৩-১ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে হেরে বিদায় নেয় চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ম্যাচ শেষে বিটি স্পোর্টসের সঙ্গে গার্ডিওলা স্বীকার করেছেন সেরাটা খেলতে পারেনি দল, ‘ফাইনালের খুব কাছে ছিলাম আমরা। শেষ পর্যন্ত হেরে বিদায় নিতে হলো।’ রিয়াল দুটি ক্রসে দুটি গোল করলে ম্যাচের চিত্র পাল্টে দেয়। আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি। এটা ঠিক, সেমিফাইনালে খেলোয়াড়রা চাপে থাকে।’

সর্বশেষ খবর