শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা

করোনায় স্থগিত এশিয়ান গেমস

ক্রীড়া ডেস্ক

করোনায় স্থগিত এশিয়ান গেমস

করোনাভাইরাসে প্রায় দুই বছর বিপর্যস্ত ছিল বিশ্ব। স্থবিরতা নেমে এসেছিল জনজীবনে। বন্ধ হয়ে পড়েছিল খেলাধূলা। জীবনযাত্রা আবার স্বাভাবিক হয়েছে। ব্যস্ত হয়ে পড়েছে সবাই। আসন্ন সেপ্টেম্বরে চীনের হাংজু শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ার সবচেয়ে বড় ইভেন্ট এশিয়ান গেমস। কিন্তু চীনের বিভিন্ন শহরে করোনাভাইরাসের প্রভাব বেড়েছে। যার প্রভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এশিয়ান গেমস। অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশেরও। হাংজু এশিয়ান গেমস নিয়ে এশিয়ান অলিম্পিক কাউন্সিল বিবৃতি দিয়েছে, ‘মহামারি পরিস্থিতি ও গেমসের বিশালতা বিবেচনায় নিয়ে সব স্টেকহোল্ডাররা গেমস স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’ তবে গেমস কবে হবে, সে বিষয়ে কিছুই জানায়নি এশিয়ান অলিম্পিক কাউন্সিল। শুধু জানিয়েছে, পরবর্তীতে জানাবে। টোকিও অলিম্পিকও করোনার জন্য এক বছর পিছিয়ে ২০২১ সালে হয়েছে। এশিয়ান গেমসে এশিয়ার সবগুলো দেশ অংশ নেয়। প্রায় ১০ হাজার অ্যাথলেট অংশ নেন আসরে। গেমসকে সামনে রেখে ১ কোটি ২০ লাখ লোকের বাস হাংজু শহরে গেমসের ৫৬টি ভেন্যুর নির্মাণকাজও শেষ করেছে। পাশের শহর সাংহাইয়ে লকডাউন ঘোষণা করলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর