শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা

‘বার্সা ঘাতক’ ফ্র্যাঙ্কফুর্টই ফাইনালে

ক্রীড়া ডেস্ক

‘বার্সা ঘাতক’ ফ্র্যাঙ্কফুর্টই ফাইনালে

উয়েফা ইউরোপা লিগে ফাইনাল নিশ্চিত করেছে জার্মান ক্লাব আইনট্র্যাখট ফ্র্যাঙ্কফুর্ট। কোয়ার্টার ফাইনালে তারা বার্সেলোনাকে হারিয়েছিল। সেমিফাইনালে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। প্রথম লেগে ইংলিশ ক্লাব ফ্র্যাঙ্কফুর্টের কাছে ২-১ গোলে হেরেছিল। বৃহস্পতিবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ফ্র্যাঙ্কফুর্ট ১-০ গোলে হারায় ওয়েস্ট হ্যামকে। ফ্র্যাঙ্কফুর্টের পক্ষে গোলটি করেন বোরি। ইউরোপা লিগে এর আগে একবারই ফাইনাল খেলেছে ফ্র্যাঙ্কফুট। সেবার তারা জার্মান ক্লাব বুরুসিয়া মঞ্চেনগ্লাডবাখকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এবার ফাইনালে ফ্র্যাঙ্কফুর্ট মুখোমুখি হবে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের। সেমিফাইনালে রেঞ্জার্স হারিয়েছে জার্মান ক্লাব লিপজিগকে। দুই লেগ মিলিয়ে রেঞ্জার্স ৩-২ ব্যবধানে জিতেছে। ১৮ মে স্পেনের সেভিলে ফাইনালে মুখোমুখি হবে ফ্র্যাঙ্কফুট-রেঞ্জার্স। রেঞ্জার্স দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগে ফাইনাল খেলবে। এর আগে ২০০৭-০৮ মৌসুমে রেঞ্জার্স ইউরোপা লিগে ফাইনাল খেলে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গের কাছে পরাজিত হয়।

সর্বশেষ খবর