শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশের আজকের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া

ক্রীড়া প্রতিবেদক

চীনের হাংজু শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে। কিন্তু করোনাভাইরাসের প্রভাব বৃদ্ধি পাওয়ায় এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এওসি) স্পষ্ট করে জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে এশিয়ান গেমস। কবে শুরু হবে, সে বিষয়ে কিছু জানায়নি এওসি। গেমস স্থগিত হলেও বাংলাদেশ হকি দল গেমসের বাছাইপর্ব খেলতে এখন ব্যাংককে। আজ সকালে ইন্দোনেশিয়া ম্যাচ দিয়ে শুরু হবে রেজাউল করিম বাবুদের মিশন। যদিও শুরুতে বাছাইপর্ব খেলার কথা ছিল না বাংলাদেশের। কিন্তু এশিয়ান হকি ফেডারেশন থেকে বাছাইপর্ব খেলতে বলায় খেলতে হচ্ছে।

বাছাইপর্বে গোপীনাথন কৃঞ্চমূর্তিও দল খেলবে ‘বি’ গ্রুপে। অন্য দলগুলো শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। গ্রুপে পরিষ্কার অর্থেই ফেবারিট বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে সর্বশেষ লড়াইয়ে ৭-২ গোলে জিতেছিল বাংলাদেশ।

 

সর্বশেষ খবর