রবিবার, ৮ মে, ২০২২ ০০:০০ টা
এশিয়ান গেমস বাছাই পর্ব

ইন্দোনেশিয়াকে হারিয়ে শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

ইন্দোনেশিয়াকে হারিয়ে শুরু বাংলাদেশের

ম্যাচসেরা বাংলাদেশের রেজাউল করিম

করোনা বেড়ে যাওয়ায় চীনের হাংজোরে হঠাৎ এশিয়ান গেমস স্থগিত হয়েছে। কবে হবে তার কোনো নিশ্চিয়তা নেই। তবে গেমসে হকির বাছাইপর্ব ঠিকই শুরু হয়েছে। এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের সরাসরি এশিয়ান গেমসে খেলার কথা ছিল। ১৯৭৮ সাল থেকে তা হয়ে আসছে। এবার হঠাৎ নিয়ম বদল করায় আশরাফুলদের লড়তে হচ্ছে বাছাই পর্বে। সেই মিশনে শুরুতে জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত গ্রুপের প্রথম ম্যাচে ৩-১ গোলে ইন্দোনোশিয়াকে হারায় লাল-সবুজের দল।

এএইচ কাপে জাকার্তায় ইন্দোনোশিয়াকে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ। দুর্বল প্রতিপক্ষ হওয়ায় সারোয়ারদের জয়টা প্রত্যাশিত ছিল। খুব একটা পরিশ্রমও করতে হয়নি। ৯ম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে গোল এনে দেন সারোয়ার হোসেন। ২৩ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন পুস্কর ক্ষীসা মিমো। দুই কোয়ার্টারে পুরো ম্যাচই ছিল সারোয়ারদের নিয়ন্ত্রণে। ৩৯ মিনিটে আন্তেয়ার গোল পেলে ইন্দোনেশিয়া কিছুটা জ্বলে ওঠে। পরের মিনিটে রাব্বি ব্যবধান ৩-১ করলে তাদেরকে মাঠে খুঁজে পাওয়া যায়নি।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের রেজাউল করিম বাবু। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। এশিয়ান রাঙ্কিংয়ের শীর্ষ ছয়টি দল সরাসরি এশিয়ান গেমসে খেলবে। বাছাইপর্ব থেকে ছয় দল জায়গা পাবে।

সর্বশেষ খবর