রবিবার, ৮ মে, ২০২২ ০০:০০ টা

অবশেষে থামল শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

শীর্ষে নেই। তবু এবার পেশাদার ফুটবল লিগে সবচেয়ে আলোচিত দল ছিল শেখ জামাল ধানমন্ডি। সবাই হার শিকার করলেও তারাই অপরাজিত থেকে এগিয়ে যাচ্ছিল। প্রথম লেগে ১১ ও দ্বিতীয় লেগে দুই ম্যাচে হার না মানা শেখ জামাল। শেষ পর্যন্ত তাদের থামতে হল। ১৪তম ম্যাচে হার মানতে হল বাংলাদেশ পুলিশ এফসির কাছে। গতকাল রাজশাহীতে মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ০-১ গোলে হেরে গেল। এ জয়ে শুধু অপরাজয়ের রেকর্ড ভাঙেনি শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল তিন বারের চ্যাম্পিয়নরা। ১৪ ম্যাচে ৭ জয়, ৬ ড্র ও ১ হারে তারা ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা কিংসের চেয়ে ৮ ও দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে পড়ল। কোচ ও বিদেশি ফুটবলার বদল করে দ্বিতীয় লেগে শুরুটা করেছিল ভালোভাবেই। গতকালও তুলনামূলক ভালোই খেলছিল। গোল মিসে বড় খেসারত গুণতে হয়েছে তাদের। ৬২ মিনিটে পুলিশের বাবলু মূল্যবান গোলটি করেন। এ জয়ে ১৪ ম্যাচে ১৯ পয়েন্টে তাদের অবস্থান ৭-এ থাকল।

হারলেও শেখ জামালের কোচ জোসেফ আপুসি এখনো শিরোপা জেতার ব্যাপারে আশাবাদী। তার কথা লিগে আরও ম্যাচ আছে। অন্যরাও পয়েন্ট হারাতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর